Ticker

7/recent/ticker-posts

দেখে নিন ক্রিকেটের লজ্জার ইতিহাস | Lowest score in T20 | History

প্রিয় পাঠক, 
টি-টোয়েন্টি ফরম্যাট ক্রিকেট এমন একটি সংস্করণ; যেখানে আপনি ধুম-ধারাক্কা চার-ছক্কা বাউন্ডারি দেখে অভ্যস্ত। তবে এর ব্যতিক্রমও ঘটে থাকে মাঝে মধ্যে। অনেক সময় বোলাররা তাদের হাতের জাদু দেখিয়ে ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ায়। ফলে অল্প রানেই গুটিয়ে যায় বড় বড় দল। টি-টোয়েন্টিতে এমনি সর্বনিম্ন রানে অলআউট হয়ে যাওয়া টি দলের তালিকা নিয়ে আজকের এই আর্টিকেল! চলুন শুরু করা যাক____________

Lowest score in T20 Cricket History 

দেখে নিন ক্রিকেটের লজ্জার ইতিহাসের তালিকা | Lowest score in T20 | History

• এই লজ্জার তালিকার পঞ্চম নাম্বারে জায়গা করে নিয়েছে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। শব্দসমপ্ত বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এই লজ্জার রেকর্ড গড়েন  অজিরা। য় ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৩ রানের টার্গেট দিলে অজিরা মাত্র ৬২ রানেই গুটিয়ে যায়। সেদিন বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বল করে অস্ট্রেলিয়াকে লণ্ডভণ্ড করে দেয়। সেদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। 

 তালিকার চতুর্থ নাম্বারে আছে নিউজিল্যান্ড। ৬০ রানে অলআউট হয় তারা। দুটি দলের বিপক্ষে এই ৬০ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে তাদের। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর সবশেষ চলতি বছর বাংলাদেশের বিপক্ষে। 

শ্রীলঙ্কার বিপক্ষে ১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬০ রানেই গুটিয়ে যায় কিউইরা। সেই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন বাম হাতী স্পিনার রঙ্গানা হেরাথ। নিয়েছিলেন টি উইকেট। 

আর সবশেষ চলতি বছর বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬০ রানে তাদের টি-টোয়েন্টি তে সর্বনিম্ন রানে  অলআউট হয় এই ২য় বার। সেদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। সেদিন বাংলাদেশ জয় পেয়েছিলো উইকেটে। 

ইতিহাসে দেখা যায়, ৬০ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজেরও আছে।😁

এ যে এক প্রতিযোগিতা ৬০ রানে অলআউট হওয়ার! 

পাকিস্তানের দেয়া ২০৪ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ ওভার বলে ইনিংস শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। অলআউট হয় ৬০  রানে। 

তালিকার তিন নাম্বারে আছে ক্রিকেটের ছোট দল কেনিয়া। রেকর্ড আছে ৫৬ রানে অলআউট হওয়ার।

আফগানিস্তানের বিপক্ষে ৫৬ রানে অলআউট হয়ে এই লজ্জার রেকর্ডে ভাগ বসায় কেনিয়া। ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের খেলতেই পারছিলেন না কেনিয়ার ব্যাটসম্যানরা। আফগানিস্তানের হয়ে অমিত হাসান সেদিন সর্বোচ্চ উইকেট নেন। 

 তালিকার দুই নাম্বারে আছে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ রানে অলআউট। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে তারা মাত্র ৪৫ রানে গুটিয়ে যায়। 

ইংল্যান্ডের দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যেনো চোখে সরষে ফুল দেখেছিলেন। ইংল্যান্ডের বোলারদের কিছুতেই বুঝতে পারছিলেন না তারা। সেদিন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নেন কিস জর্ডান। ফলে ওয়েস্ট ইন্ডিজের ১৩৭ রানের বড় পরাজয় ঘটেছিলো।

নাম্বার এক||| লজ্জার রেকর্ডে টপ পজিশনে জায়গা করে নিয়েছে ক্রিকেটের ছোট দল নেদারল্যান্ডস। অলআউট হয় মাত্র ৩৯ রানে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে তাদের ইনিংস থামে মাত্র ৩৯ এ। মেথুস এবং মেন্ডিজের কব্জির মোচরে তাদের নাজেহাল অবস্থা হয়েছিলো। মাত্র ৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার জয় পেতে শুধুমাত্র একটি উইকেট হারাতে হয়েছিলো।

বিঃদ্রঃ ভবিষ্যতে টি-টোয়েন্টি ক্রিকেটের বহু ম্যাচ অনুষ্ঠিত হবে। হবে নিত্যনতুন লজ্জার রেকর্ড। আর এই স্বল্প রানে অলআউট হওয়ার তালিকা টাও পরিবর্তন হবে। হয়তো!

Post a Comment

0 Comments