Ticker

7/recent/ticker-posts

সেরা ৫০ আজব রহস্য | বিজ্ঞানের মজার তথ্য | ICT Knowledge Update In End Time 2021

Knowledge Increase

 অদ্ভুত, আজব, কৌতূহল রহস্য!  

জ্ঞান সংকলনে;
এই বাক্যটি সবার জানা আছে যে, সৃষ্টির সূচনালগ্ন থেকেই মানব জাতি কৌতুহলীআমার এই কুড়ি বছরের যৎসামান্য বয়সে এটাই দেখেছি আর শুনেছি জানার ও শেখার কোনো বয়স নেই। মৃত্যুর আগের সময় পর্যন্ত জানতে হবে, শিখতে হবে। অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের অধিকারী হতে হবে। এবং সবশেষে অন্যকে জ্ঞানের ভাগ দিয়ে তাকেও জ্ঞানের আলোয় আনার চেষ্টা করতে হবে। তবেই আপনি সকল ব্যক্তিবর্গদের কাছে সঠিক জ্ঞানের অধিকারী হিসেবে অভিহিত থাকবেন!

ফ্রান্সিস বেকন এর বিখ্যাত একটা প্রবাদ 'জ্ঞানই শক্তি'। যেকোনো বিষয়েই যদি আপনার সামান্য হলেও জ্ঞান থাকে তবে যেকোনো পরিস্থিতিতেই আপনি বেড়িয়ে আসতে পারবেন আপনার অর্জিত জ্ঞান দ্বারা। ধরে নিন, রাতে আপনি একা একা চলার পথে হঠাৎই একটা গভীর গর্তে পড়ে গেলেন। আপনার কাছে সেই মূহুর্তে দুটো সম্বল আছে। একটি হলো পকেট ভর্তি টাকা। আর দ্বিতীয় সম্বলটি হলো আপনার অর্জিত জ্ঞান। এখন আমি বলি, গর্ত থেকে উঠতে গেলে আপনার কিন্তু আগে জ্ঞানেরই দরকার হবে। তারপর টাকা....। অর্থাৎ জ্ঞানই কিন্তু শক্তি। 

জীবনে চলার পথে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। প্রচলিত একটা প্রবাদে আছে 'জ্ঞান অর্জনে প্রয়োজনে সুদূর চীন দেশেও পারি জমাও'। এখন তো চীন দেশ কেনো ঘরে বসেই একটা স্মার্টফোন আর সাথে ইন্টারনেট সংযোগের বদৌলতে পুরো বিশ্বকেই জানা যায়। এটা সম্ভব হয়েছে মানুষের শ্রেষ্ঠ জ্ঞানের উছিলায়। এজন্যই আল-কোরআনে আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করছেন।
জ্ঞান আমরা বিভিন্ন ধরন, মাধ্যম বা উপায়ে অর্জন করতে পারি। এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিবেক-বুদ্ধি, চিন্তা-চেতনা ও গবেষণার বিষয় টা জরুরি এক বিষয়। প্রতিটি পরিস্থিতি থেকেই আমরা জ্ঞানের স্বাদ গ্রহণ করতে পারি। 
জ্ঞান অর্জনের মাধ্যম বা উপায় 
আল-কোরআনের বাংলা অর্থ বুঝে পাঠ করা জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। ব্যর্থতা থেকে শিক্ষা নেয়াও একটা মাধ্যম। তাছাড়া পড়া, শোনা, দেখা, লেখা, অন্যকে শেখানো, অন্যকে দেখানো, অন্যকে জানানো, প্রশ্ন করা, জ্ঞানী লোকদের সংস্পর্শে থাকা ইত্যাদির মাধ্যমে জ্ঞানের সঠিক আলো নিহিত আছে। 
বর্তমানে এসবের ভিন্ন ও বিকল্প মাধ্যম হয়ে দাড়িয়েছে টিভি, ইউটিউব, গুগল; এক কথায় দ্রুতগতির ইন্টারনেট বর্তমানে জ্ঞান অর্জনের সেরা মাধ্যম। একের ভিতর সব আছে এই ইন্টারনেটে। সম্প্রতি ঘটে যাওয়া বিশ্বের সবরকম তথ্য মূহুর্তের মধ্যেই আমরা জানতে পারি এই ইন্টারনেটের কারনে। মনের সবরকম কৌতুহল, রহস্যের সমাধান করে দেয় এই ইন্টারনেট প্লাটফর্ম। জ্ঞানের মহা ভন্ডার এই ইন্টারনেট। এমনকি সকল ধর্মগ্রন্থ, অগনিত বই, আর্টিকেলও সংরক্ষণ করা আছে এই ইন্টারনেটে। 
আমরাও এখন যেকোনো তথ্য জানার জন্য প্রথমেই ইন্টারনেটের সাহায্য নেই। শুধু সঠিক তথ্য অনুসন্ধান করার সঠিক মনোভাব থাকার দরকার। তবেই ইন্টারনেট থেকে আমরা জ্ঞানের আলো অর্জন করতে পারবো। 

তাই এই জ্ঞান অর্জনের আলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জ্ঞানের বিভিন্ন তথ্য ৫০ টির একটা তালিকায় পরিনত করে একটা তালিকা উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি এই তথ্য আপনাদের ভীষণ ভাবে উপকৃত করবে। এই তালিকার মধ্যে কয়েকটা তথ্য হয়তো আপনার জানা। কিন্তু,  হয়তো সবগুলো জানা নেই। 
Knowledge Increase
Knowledge Increase 

আসুন জেনে নেই...
০১|পবিত্র আল কোরআন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুখস্থ করা কিতাব। 
০২|অলিম্পিকের স্বর্ন পদকে মাত্র গ্রাম স্বর্ন থাকে। 
০৩|সাপ ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। ভূমিকম্প হওয়ার দিন আগে এবং অন্তত ৭৫ মাইল(১২১ কি:মি:) দূর থেকে তারা সেটি অনুভব করতে পারে।
০৪|সিল্যান্ড(Sealand) হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ। এ দেশটির নিজেদের সরকার, স্টাম্প, পাসপোর্ট এমনকি ফুটবল টিমও আছে। এ দেশটির জনসংখ্যা মোট ২৭ জন।
০৫|বর্তমানে বিশ্বব্যাপী ৪.৬৬ বিলিয়ন সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী আছে। যা মোট জনসংখ্যার ৬০% এর বেশী। 
০৬|বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড মিশরে নয় সুদানে আছে। সুদানে ২২০ টির অধিক পিরামিড রয়েছে যা মিশরের দ্বিগুণ। 
০৭|পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার।
০৮|২০০৭ সালে ইরান গোয়েন্দা সন্দেহে ১৪ টি কাঠবিড়ালি গ্রেপ্তার করেছিলো।
০৯|পৃথিবীর সকল মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে সর্বমোট ১.২ বিলিয়ন সময় ব্যয় করে।
১০|ঘোড়া এক চোখ দিয়ে সামনে এবং অন্য চোখ দিয়ে পেছনে দেখতে পারে।
১১|ঘুম থেকে উঠে কুসুম গরম পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্ত প্রবাহ ঠিক থাকে এবং ত্বক উজ্জ্বল হয়।
১২|শরীরের জন্য ভাত খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় দিনের বেলা এবং বাজে সময় হচ্ছে রাতের বেলা। 
১৩|পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অষ্ট্রেলিয়া। 
১৪|পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। 
১৫|পৃথিবীর সবচেয়ে লম্বা দেশ চিলি।
১৬|পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। 
১৭|১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্য গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন ; তিনিই প্রথম নন-ইউরোপিয়ান ব্যক্তি, যিনি নোবেল পুরষ্কার লাভ করেন। 
১৮|'STEWARDESSES' হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
১৯| 'I am' হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে ছোট পূর্ন বক্য।
২০|সৌরজগতের সবচেয়ে বৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি। 
২১|আমরা কখনোই জুপিটার গ্রহে প্রবেশ করতে পারবো না।  কারণ এর ভূতল মেঘের তৈরি। 
২২|'কালো জাগুয়ার' হচ্ছে বিশ্বের সবচেয়ে দূর্বল প্রাণী। 
২৩| চুইংগাম প্রতি ঘন্টায় ১১ ক্যালরি বার্ন করে।
২৪| নীল তিমি একসাথে অর্ধ মিলিয়ন ক্যালরির খাবার খেতে পারে।
২৫| 'Lexie Arford'(২১) সবচেয়ে কম বয়সে বিশ্বের সব দেশ ভ্রমণ করার বিশ্বরেকর্ড করেন।
২৬| 'Jordan Romero'(১৩) সবচেয়ে কম বয়সে মাউন্ট এভারেস্টে আরোহন করার বিশ্বরেকর্ড করেন। 
২৭| যে লাইন টির দ্বারা পৃথিবীর দিন ও রাত আলাদা হয় তাকে টারমিনেটর বলে।
২৮| মিগিহগো দ্বীপ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ন দ্বীপ।
২৯| আগুনের কোনো ছায়া নেই, কারণ এটি নিজেই একটি আলোর উৎস।
৩০| রক্তের গ্রুপ আবিষ্কার করেন 'কার্ল ল্যান্ডষ্টেইনার' ১৯০১ সালে।
৩১| 'ব্রায়ান অ্যাকটন' ২০০৯ সালে ফেসবুক থেকে চাকরির প্রত্যাখ্যান হন। ২০১৪ সালে তার প্রতিষ্ঠিত হোয়াটসঅ্যাপ ১৯ বিলিয়ন ডলারে কিনে নেয় ফেসবুক কোম্পানি।(বর্তমান মেটা)
৩২| বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্রান্ড 'Adidas' এবং 'Puma' এর জনক একই পরিবারের দুই ভাই।
৩৩| নোকিয়া ১১০০ বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ফোন। এটি সর্বমোট ২৫০ মিলিয়ন বিক্রি হয়। 
৩৪| 'Van Diesel' মার্বেল স্টুডিওস এর গ্রুট চরিত্রের ভয়েস আর্টিস্ট হিসেবে ৫৪ মিলিয়ন ডলার পেয়েছিলেন, শুধুমাত্র 'I Am Groot' এটি বলার জন্য। 
৩৫| ১৯২৪ সালের দিকে মানুষ বাস্তব জীবনের দাবা খেলতেন। আর এটি 'Human Chess' নামে পরিচিত। 
৩৬| একটি শামুক নিজের কোনো ক্ষতি ছাড়াই একটি ধারালো ছুরি বা ব্লেড এর উপর দিয়ে চলাচল করতে পারে। 
৩৭| ব্রাজিলের এক দম্পতি মরুভূমিকে বনে রূপান্তর করতে ২০ বছরে ২ মিলিয়ন গাছ রোপণ করেছিলেন। 
৩৮| পৃথিবীর দীর্ঘতম গাড়িটি নির্মিত করেছেন 'Jay Ohrberg' এটির দৈর্ঘ ১০০ ফিট। আর এটিতে ২৬ টি চাকা, এমনকি একটি সুইমিংপুলও আছে।
৩৯| যদি সাহারা মরুভূমির ১.২% এলাকা জুড়েও সোলার প্যানেল বসানো হতো, তাহলে পুরো পৃথিবীকে আলোকিত করার মতো শক্তি উৎপন্ন করা যেতো।
৪০| বিশ্বের সবচেয়ে মারাত্মক স্নাইপার হচ্ছেন 'Simo Hayha' তিনি (১৯৩৯-১৯৪০) সালে শীতকালীন যুদ্ধের সময় ১০০ দিনেরও কম সময়ে ৫০৫ জনকে হত্যা করেছিলেন। 
৪১| ম্যাজিক মাশরুমের মাত্র একটি ডোজ বছরের জন্য বিষন্নতা ও উদ্বেগ কমতে পারে।
৪২| 'Goiath Tigerfish' হচ্ছে এমন এক প্রজাতির মাছ যারা কুমির খায়। তাদের ৩২ টি দাঁত থাকে।
৪৩| চীন দাবি করেছে তাদের তৈরিকৃত কোয়ান্টাম কম্পিউটার একটি সমস্যার সমাধান করতে পারে মাত্র ৭০ মিনিটে। যেটি গুগল সুপারকম্পিউটারের সমাধান করতে বছর সময় লেগেছিলো। 
৪৪| পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল মাত্র ২.৭৫ ইঞ্চি( সে.মি.) লম্বা। বিড়ালটিকে 'Tinker Toy' নামে ডাকা হয়।
৪৫| 'William Phelps' যিনি কিনা স্টপ সাই, জেব্রা ক্রসিং, ট্রাফিক সার্কেল, ওয়ান ওয়ে স্ট্রিট, ট্যাক্সি স্টান্ড ইত্যাদি আবিষ্কার করেছেন। অথচ নিজেই ড্রাইভিং জানতেন না।
৪৬| জাপান সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ ইন্টারনেট স্পিডের রেকর্ড গড়েছে। যার স্পিড হচ্ছে ৩/৯ tpbs; আর এই স্পিডে আমরা প্রতি সেকেন্ডে পঞ্চাশ হাজার মুভি ডাউনলোড করতে পারবো।
৪৭| অষ্ট্রেলিয়া প্রতিবছর সে.মি. উত্তর দিকে যাচ্ছে। 
৪৮| আইফেল টাওয়ার ডিজাইনার 'Gustave Eiffel' আইফেল টাওয়ারের শীর্ষে নিজের জন্য একটি গোপন এপার্টমেন্ট অন্তর্ভুক্ত করেন। 
৪৯| মাইক্রোসফট এমন একটি শান্ত চেম্বার বানিয়েছে, যেটিতে থাকলে আপনি নিজের হৃদস্পন্দনও শুনতে পারবেন। 
৫০| ২০১৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মানুষের চামড়া ব্যবহার করে বাধাই করা দুটি বই পাওয়া গেছে। 

প্রিয় পাঠক, 
ধন্যবাদ জানাচ্ছি আমার এই আর্টিকেল টা সম্পূর্ণ পাঠ করার জন্য। আর্টিকেল টা আপনার প্রিয় মানুষদের অথবা বন্ধুমহলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। 

Post a Comment

0 Comments