আসসালামু আলাইকুম,
সুপ্রিয় পাঠকবৃন্দ আমার মমতা নিবেন। অনেক দিন আগে আপনার, আমার প্রিয় লেখক আরিফ আজাদ'কে নিয়ে একটা লেখা লিখেছিলাম। লেখার সময় ভেবে নিয়েছিলাম যে, উনার মুল্যবান কথাগুলো তথা উক্তি গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সেই ভাবনাটি আজ আষাঢ় ভেজা দিনে বাস্তবায়ন করার জন্য বসিলাম।
"লেখক আরিফ আজাদের জীবনবৃত্তান্ত" নিয়ে লেখাটি পড়ুন।
আরিফ আজাদ এর সেরা উক্তি গুলো:
01️
সহপাঠী মানেই বন্ধু নয়; সুসম্পর্ক থাকবে সবার সাথে কিন্তু বন্ধুত্ব হবে তাদের সাথেই যাদের চেতনা ও লক্ষ্যের সাথে তোমার মিল রয়েছে।
02️
যদি জানতে পারেন আগামীকাল আপনার জীবনের শেষ দিন, আজকের পরের দিনই আপনি মারা যাবেন; বলুন তো আগামীকালটা আপনি ঠিক কীভাবে কাটাবেন?
সে দিন টাকে আপনি যেভাবে কাটাতে চান, আজকের দিনটাকেও ঠিক সেভাবে সাজিয়ে নিন। কারণ, আপনি সত্যিই জানেন না যে আগামীকাল আপনি আদৌ বেঁচে থাকবেন কিনা।
03️
কঠিন এক ফিতনার সময়ে আমরা বাস করছি। যখন গোত্র, তরিকা আর দল ভেদে আলাদা হয়ে যায় আমাদের মাথার টুপি,পাগড়ি এবং পাঞ্জাবি-জুব্বা।
04️
কখন বুঝবেন আল্লাহকে ছেড়ে মানুষের দিকে আপনি ঝুঁকতে শুরু করেছেন?
যখন দেখবেন বিপদের সময় জায়নামাজের সাথে আপনার দূরত্ব তৈরি হচ্ছে।
05️
ব্যস্ততার দোহাই দিয়ে আপনি আসলে সালাত ত্যাগ করছেন না, আপনার আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।
06
কারো প্রতি যেকোনো আচরণের পূর্বে এটা ভাবুন যে- এই আচরণ পরবর্তীতে তার মনে আপনার জন্য শ্রদ্ধার উদ্রেক করবে নাকি আপনার নাম শুনলেই তার অন্তর ভরে উঠবে প্রবল ঘৃনায়।
07️
কারো কটু কথা, কটু বাক্য এবং অপমানের বীপরিতে সবরের চাইতে মোক্ষম আর কিছুই হয়না।
08️
ব্যক্তিত্বহীন মানুষের অভ্যাস হলো- অকারণে বকে যাওয়া। বেশী বলাতে যেমন বোকামি প্রকাশ পায়, তেমনি ব্যক্তিত্বকে হালকা করে দেয়।
09
বুকটা ভারি হয়ে এলে সেজদায় লুটিয়ে পড়ে বুকটা হালকা করে নিন।
10
কারো উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন কোনো গুন বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিলো।
11
সেই কান্নার চাইতে সুন্দর আর কোনো কিছুই নেই, যেই কান্না আনন্দ এবং সবর থেকে আসে।
12
যদি আপনার ঈমানের অবস্থা জানতে চান, তাহলে চিন্তা করে দেখুন তো আপনি কি গোপন ইবাদতে বেশী শান্তি পান নাকি প্রকাশ্য ইবাদতে? মানে প্রকাশ্য সালাতে, প্রকাশ্য সাদাকায়, নাকি গোপন সালাতে গোপন সাদাকায়?
নিশ্চয়ই একজন প্রকৃত মুমিন গোপন আমলে সর্বাধিক প্রশান্তি লাভ করে থাকে।
13
যে বন্ধুরা সার্টিফিকেট অর্জনে আপনার চেয়ে এগিয়ে গেলো, কিংবা অফিসের যেসব কলিগ প্রমোশন লাভে আপনাকে ছাড়িয়ে গেছে তাদের সাথে নয়। প্রতিযোগিতা আপনার ওই বন্ধুর সাথেই করুন যে দ্বীন পালনে, ইমানে, তাকওয়া আর আমলে আপনাকে অতিক্রম করে গেছে। জেনে রাখুন, প্রকৃতপক্ষে সেই আপনার চাইতে অগ্রসর।
14
হেদায়েত কি আশ্চর্য জিনিস দেখুন!
হেদায়েত কপালে থাকায় পারস্য থেকে সালমান আল ফারসি (রাঃ) কতো কাঠখড় পুড়িয়ে মদিনায় চলে আসেন। কিন্তু নবীজির ঘরের মানুষ হয়েও আবু লাহাবের কপালে হেদায়েত জুটলো না।
15
ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরি ভাবে ভাবতে বসুন। জীবনের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন।
এগুলো শুধু উক্তি এই নয়। এগুলো একেকজনের জন্য হেদায়েতের উছিলাও হয়ে দাড়াতে পারে। প্রতিটি উক্তিই খুব মূল্যবান। যা করবে আমাদেরকে অনুপ্রাণিত। যা আমাদের আলোয় উন্মোচিত করিবে।প্রতিটি উক্তি নিয়ে আমাদের আলাদা করে ভাবতে বসা উচিৎ।
কোন উক্তিটি আপনার কাছে সেরা মনে হয়েছে মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ🤍
0 Comments
•Do Not Share Any Link.
Thank You•