প্রিয় জ্ঞান পিপাসুদের উদ্দেশ্যে আবারও অজানা তথ্যের এক আর্টিকেল উপস্থিত করছি। সম্প্রতি এর আগে এরকম জ্ঞান ভান্ডারের এক(প্রথম) পর্ব আমার ব্লগসাইটে পাবলিশ করেছি। এবার দ্বিতীয় পর্বের পালা। এই পর্বে সূচনা বড় করবো না। সরাসরি আমাদের মূল লেখায় অধিশ্রয় করবো। চলুন নতুন কিছু জানা শুরু করি।
জ্ঞান ভান্ডারের প্রথম পর্ব পড়ুন
অদ্ভুত, আজব, কৌতূহল ফ্যাক্ট!
আসুন জেনে নেই...
০১| বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন চালু করেছে জার্মানি।
০২| বিশ্বের বৃহত্তম কবরস্থান ইরাকে অবস্থিত। বৃহত্তম কবরস্থানটিতে ৫ মিলিয়নেরও বেশী মৃতদেহ সমাহিত করা আছে।
০৩| অস্ট্রিয়ান কোম্পানি Ultrasonic সেন্সর ব্যবহার করে একটি স্মার্ট জোতা তৈরি করেছে। যা ব্যবহার করে অন্ধ ব্যক্তিরা ৪ মিটার দূর থেকেই তাদের বাঁধা শনাক্ত করতে পারে।
০৪| চীনা ছাত্রদের পরীক্ষায় নকলের দায়ে ৭ বছরের জেল হতে পারে।
০৫| ১২ শতকে চীনে প্রথম সানগ্লাস আবিস্কৃত হয়।
০৬| আমেরিকায় Death Valley নামে একটি রাস্তা আছে। যেখানে ২০০ কিলোমিটারেও একটি বাঁক নেই।
০৭| উটের ৩টি চোখের পাতা থাকে। যা তাদের মরুভূমির বালি থেকে রক্ষা পেতে সাহায্য করে।
০৮| যখন চাঁদ সরাসরি আপনার মাথার উপরে থাকে, তখন আপনার ওজন কিছুটা কম হবে।
০৯| চকলেট কুকুরের মৃত্যুর কারণ হতে পারে। কারণ এতে থিওব্রোমাইন থাকে, যা তাদের হৃদপিণ্ড ও স্নায়ুতন্ত্র কে প্রভাবিত করে।
১০| আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হলো জিহবা।
১১| 'Thomas Edison' ১৮৭৬ সালে একটি বৈদ্যুতিক কলম আবিষ্কার করেছিলেন; আর সেটিই পরবর্তীতে ১৮৯১ সালে ট্যাটু মেশিনে পরিনত হয়েছিলো।
১২| আপনি যদি কলের পানি দিয়ে বরফের টুকরো তৈরি করেন তবে সেটি সাদা হবে। আর যদি সিদ্ধ পানি ব্যবহার করেন তবে টুকরো গুলো স্বচ্ছ হবে।
১৩| আফ্রিকান 'ব্যাকউড' বিশ্বের সবচেয়ে দামী কাঠ।
১৪| অ্যাপল এমন একটি ফোন যেটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জীবিত বা মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু অন্য কোনো ব্রান্ডের সেন্সর এটি করতে পারে না। সেজন্যই এই অ্যাপল ফোন সবার থেকে আলাদা।
১৫| পৃথিবীর সবচেয়ে বড় ফুল হলো 'Rafflesia Arnoldi' এটা প্রায় ৩ ফুট পর্যন্ত বড় হয় এবং এর ওজন ১৫ পাউন্ড পর্যন্ত হয়। এই ফুলটি বিরল প্রকৃতির; এটি শুধু ইন্দোনেশিয়ার রেইনফরেস্টে পাওয়া যায়।
১৬| প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬ হাজার বা তার অধিক বার বজ্রপাত হয়। কিন্তু সব গুলো টের পাওয়া যায়না।
১৭| মনোবিজ্ঞানীদের মতানুসারে, যেসকল ব্যক্তিরা জানালার পাশের সিটে বসতে ভালোবাসেন তারা সাধারণত একা যাত্রা করা পছন্দ করেন।
১৮| লেখাপড়ার সময় চকলেট খেলে মস্তিষ্ককে সহজে নতুন তথ্য ধরে রাখতে সাহায্য করে।
১৯| সুইজারল্যান্ড এমন একটি দেশ যেখানকার মানুষেরা বিশ্বের সবচেয়ে বেশি চকলেট খায়।
২০| বিশ্বের সবচেয়ে বড় পিজ্জা যা, ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকায় তৈরি হয়েছিল। এর ওজন ছিলো ১২.৯ টন(১১.৭০০ কেজি)
২১| সাইকোলজি বলে, আপনি স্বপ্ন দেখেন এমন প্রতিটি মানুষই আপনার বাস্তব জীবনে এসেছে। কিন্তু আমাদের মস্তিষ্ক তাদের মুখ মনে করতে পারে না।
২২| পৃথিবীতে সবচেয়ে বেশি ঘুমায় 'কোয়ালা'। যেটি অস্ট্রেলিয়ান এক ধরনের প্রাণী। ছোট ভালুকের মতো দেখতে। দিনে প্রায় 22 ঘণ্টাই ঘুমিয়ে কাটায়!
২৩| চীনে ৪,০০০ বছর আগের নুডলস পাওয়া গেছে। যা প্রমাণ করে যে, নুডলস বিশ্বের অন্যতম প্রাচীন জনপ্রিয় খাবার।
২৪| বিশ্বের সবচেয়ে শান্ত রুম 'Minnesota' ওই রুমে প্রবেশ করলে আপনি আপনার হার্ট বিট এবং হাড়ের নাড়াচাড়া শুনতে পাবেন।
২৫| 'কালো চাল' যাকে নিষিদ্ধ চালও বলা হয়; বিশ্বের সবচেয়ে পুষ্টিকর চাল। প্রাচীনকালে কেবল ধনী লোকেরাই এটি খেতে পারতো। তখনও এসব চাল চড়া দামে বিক্রি হতো।
আরও পড়ুন→ Wikipedia About
২৬| মস্তিষ্ক পুরো শরীরের মধ্যে মাত্র ২% জায়গা জুড়ে থাকে। আমাদের মস্তিষ্ক ৪০ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে।
২৭| ১৯২৭ সালে একটি গ্রামীণ পরিবারে যখন কিছু মহিলা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারছিলেন না এবং খাওয়ানোর মতো কিছুই ছিলোনা; তখন একজন নার্স ক্ষুদার্ত বাচ্চাদের ৩ দিন ছাগলের দুধ দিয়ে খাওয়ানোর মাধ্যমে পাঁচটি শিশুর জীবন রক্ষা করেছিলেন।
২৮| সমুদ্রে বসবাসকারী পুরুষ 'সামুদ্রিক স্লাগ' তাদের সঙ্গীর সাথে মিলনের পর তাদের লিঙ্গ কেটে ফেলে। তবে এর অর্থ এই নয় যে তারা তাদের জীবনে একবারই সহবাস করে; কারণ পুরুষ স্লাগের নতুন লিঙ্গ গজায়।
২৯| আপনি যদি পারমাণবিক হামলায় নিহত হন, তবে আপনি মোটেও ব্যথা অনুভব করবেন না। কারণ ব্যথা আপনার মস্তিষ্কে পৌঁছানোর আগেই পারমাণবিক বিস্ফোরণ আপনার শরীরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবে।
৩০| 'পল অ্যান্ডারসন' আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। যিনি ২৪৫০ কেজি ব্যাকলিট করেছিলেন। যা একই সাথে দুইটি জলহস্তী তোলার সমতুল্য। তার কীর্তি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে।
৩১| পৃথিবীতে যদি কয়েক সেকেন্ডের জন্য অক্সিজেন না থাকে তাহলে কংক্রিটের তৈরি প্রতিটি বিল্ডিং ধুলায় পরিনত হবে।
৩২| জাপানে 'গ্রিন নিউজপেপারস' নামে এমন সংবাদপত্র তৈরি করা হয় যাতে ছোট ছোট বীজ রাখা হয় এবং সেটি পড়ার পর মাটিতে পুঁতে দিলে তা থেকে গাছ জন্মায়।
৩৩| চীনের এক ব্যক্তি দেড় লিটার কোকাকোলার বোতল ১০ সেকেন্ডের মধ্যে পান করার চেষ্টা করেছিলেন এবং তা তিনি পান করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তার শরীরে অত্যাধিক গ্যাস তৈরি হওয়ায় পান করার কিছুক্ষণ পরে তিনি মারা যান।
৩৪| রাশিয়ার বিজ্ঞানীরা আর্কটিকের পারমাফ্রস্ট থেকে ৩০০ টি প্রাগৈতিহাসিক কীট সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। গননার পর দুটি কীট নাড়াচাড়া করতে শুরু করে। একটির বয়স ৩২ হাজার বছর, অন্যটির বয়স ৪১ হাজার ৭০০ বছর।
৩৫| ফ্রান্সে বসবাসকারী ৩২ বছর বয়সী 'অ্যান্থনী লফ্রেডো' নিজেকে একজন এলিয়েন বানানোর জন্য তার চোখের বল থেকে তার পুরো শরীরে ট্যাটু করিয়েছিলেন। তিনি নাক, কান এবং তার ঠোঁট কেটেছিলেন। তিনি তার জিপটিকে দুটি অংশে কেটেছিলেন।
৩৬| আমেরিকায় ১৬ বছরের বাচ্চারা সিগারেট খেতে পারে; কিন্তু তাদের সিগারেট কেনার অধিকার নেই। কি আজব ব্যাপার তাইনা!
৩৭| আমাদের ঠোঁটের ত্বক ৩ থেকে ৪ স্তরে গঠিত। যার কারণে ঠোঁটের রঙ গোলাপি এবং লাল দেখায়।
৩৮| কাঠবিড়ালি মানুষের চেয়ে বেশী গাছ লাগায়। কারণ তারা মাটিতে ফল লুকিয়ে রেখে ভুলে যায়।
৩৯| গরম পানি ঠান্ডা পানির চেয়ে দ্রুত বরফে পরিনত হয়।
৪০| ইতিহাসে এই প্রথম বারের মতো ১৮ জন রোগী একটি ওষুধের পরীক্ষায় ক্যান্সার থেকে নিরাময় হয়েছে। নিউইয়র্ক টাইমসের মতে, নিউইয়র্ক একটি ক্লিনিক্যাল ট্রায়ালের সময় ১৮ জন রোগী প্রায় ছয় মাস ধরে স্টোরলিম্যাব নামক ওষুধ 'জেম্পেরলি' গ্রহণ করেছিলেন এবং তাদের প্রত্যেকের মধ্যে টিউমারটি অদৃশ্য হয়ে যেতে দেখা গেছে। মেমোরিয়াল স্টোন কেটারিং সেন্টারের ডা. লুইস এটিকে ক্যান্সারের ইতিহাসে সেরা ১ম ঘটনা বলে অভিহিত করেছেন।
৪১| ১৮৫৯ সালে অস্ট্রেলিয়ার জঙ্গলে ২৪ টি খরগোশ ছেড়ে দেওয়া হয়েছিলো। যাদের জনসংখ্যা মাত্র ছয় বছরে ২ মিলিয়নেরও বেশী হয়েছিলো।
৪২| বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পিঁপড়ের নাম হলো 'বুলডগ' পিঁপড়া। এটি বেশীরভাগই অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এটি ১৫ মিনিটের মধ্যে একজন প্রাপ্তবয়স্ককে হত্যা করতে পারে।
৪৩| মধ্যপ্রাচ্যের দুই যুবক এমন এক ধরনের চায়ের কাপ তৈরি করেছে যা কিনা চা খাওয়ার পর কাপ টিও খেয়ে ফেলা যায়। এই কাপ টি বিস্কুট দিয়ে তৈরি। এতে প্লাস্টিকের পরিবর্তে দূষনও রোধ করা যায়।
৪৪| 'টমাস বিটিং' হলেন বিশ্বের প্রথম গর্ভবতী পুরুষ ব্যক্তি। যিনি ২৪ জুন ২০০৮ সালে একটি ছেলের জন্ম দেন।
৪৫| কাতার পৃথিবীর প্রথম দেশ যেখানে নীল রাস্তা পাওয়া যায়।
৪৬| বিশ্বের জনসংখ্যার ৯১% মানুষ প্রতিদিন দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। WHO এর মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭ মিলিয়ন মানুষ মারা যায়।
৪৭| জাপানি বিজ্ঞানীরা একটি M.R.I মেশিন তৈরি করেছেন। এই মেশিনের দ্বারা আপনার স্বপ্ন গুলোকে রেকর্ড করা যায় এবং আপনি জেগে থাকাকালীন সেই স্বপ্নগুলো দেখার জন্য সেগুলোকে পুনর্গঠন করতে পারেন।
৪৮| ইতিহাসের সংক্ষিপ্ত যুদ্ধ টি ১৮৮৬ সালে ইংল্যান্ড এবং জাঞ্জিরার মধ্যে সংঘটিত হয়েছিলো। যার মধ্যে জাঞ্জিরারা ৩৮ মিনিটে আত্মসমর্পণ করেছিলো।
৪৯| সারা শরীর ঘুরে আসতে একটি রক্ত কোষের মাত্র ৬০ সেকেন্ডের মতো সময় লাগে।
৫০| 'বালকান লিংক' বিড়ালের একটি বিরলতম প্রজতি। পুরো পৃথিবীতে এই প্রজাতির মাত্র ১২০ টি বিড়াল আছে।
ধন্যবাদ পুরো আর্টিকেল টা পাঠ করিবার জন্য। উপরোক্ত ৫০ টি ফ্যাক্টের মধ্যে কোনটা বেশি আপনাকে অবাক করিয়েছে মন্তব্য করে জানাবেন! শীঘ্রই নতুন একটা টপিক নিয়ে হাজির হচ্ছি ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ।🤍
0 Comments
•Do Not Share Any Link.
Thank You•