Ticker

7/recent/ticker-posts

আপনি আপনার অজান্তেই রিয়া করছেন না তো! আমাদের বিবেক আজ অমানবিক!

 

Facebook React

খুব ভাবার দুটি বিষয়;


★ রিয়া শব্দের অর্থ লোক দেখানো আমল। অনেকেই দ্বীনের স্বার্থে কাজ করার নিয়্যাতে ফেসবুকে ইসলামিক পোস্ট করেন যা পরবর্তীতে অতিরিক্ত রিয়েক্ট/কমেন্ট পাওয়ার পর তাদের মধ্যে একটা লোক দেখানো ভাব চলে আসে। 


ফলে তারা অতিরিক্ত রিয়েক্ট / কমেন্ট পাওয়ার জন্য নিয়মিত ইসলামিক পোস্ট শুরু করে। তখন উদ্দেশ্য টা আর দ্বীনের স্বার্থ থাকেনা। পোস্ট করার পরিমাণ বাড়িয়ে দেয়া হয়। আর মূল্যবান সময় গুলো নষ্ট করে অতিরিক্ত রিয়েক্ট / কমেন্টের আশায়, লোকের চোখে ঈমানদার হিসেবে পরিচিত হওয়ার লোভে ফেসবুকেই দিন কেটে যায় ; কেটে যায় রাত।

 

Facebook React


★ তিন-পাঁচ হাজার টাকা দিয়ে ইংরেজি/গণিত (কোচিং, প্রাইভেট) পড়াতে পারি। কিন্তু ৫০০ টাকা দিয়ে কোরআন পড়াতে পারিনা! এমন মা-বাবার স্থান তো বৃদ্ধাশ্রমই হয়/হবে।


দেখা যায়, একই স্টুডেন্ট তার প্রাইভেট শিক্ষকের বেতন ৩-৫ হাজার টাকা। আর সেই স্টুডেন্ট কেই একজন কোরআন পড়ায়। তাকে ৫০০ টাকা দিতেই কতো বাহানা, আরো কম দেয়ার কতো চেষ্টা। আর একটু বাড়াতে বললেই হুজুর সেই স্টুডেন্ট এর মা-বাবার চোখে হয়ে উঠবে লোভী। 

হায়রে বিবেক আমাদের! 


প্রিয় ভাইরা,

নিজে সতর্ক থাকুন; আপনার মধ্যে যেন লোক দেখানোর বিষয় টা না চলে আসে। আর সন্তানকে কোরআনের সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। নিজের বিবেকটাকে নৈতিক কাজে ব্যবহার করুন। আসুন নিয়্যাত করি; আমাদের সকল ইবাদত, দ্বীন প্রচার একমাত্র আল্লাহ তায়ালা কেই রাজি-খুশি করার জন্য হয়ে থাকে!

Post a Comment

0 Comments