মানুষ খেকো গাছের গল্প ছোট বেলা থেকে তো অনেক শুনেছি। আর কার্টুনেও দেখতাম গাছের হাত আছে। চোখ আছে, মুখ আছে, কান আছে। মুখ দিয়ে কথাও বলে সেই গাছ। আর গাছের কাছে গেলে সেই গাছ মানুষদের খেয়ে ফেলে। কিন্তু সত্যিকার অর্থে ভেবে দেখেছি কি এটা কি শুধু কাল্পনিক, কিংবা রূপকথার গল্পই? যা কিনা কার্টুনে রূপান্তর করা হয়েছে। আর বাচ্চাদের শোনার জন্য গল্প হয়েছে!? আসুন তবে বিস্তারিত জানার চেষ্টা করি।
![]() |
| Venues Flitrap |
অবিশ্বাস্য হলেও সত্যি যে মানুষ খেকো গাছ আছে। 😲
কি চমকে গেলেন তো? হা হা... একটু মজা করলাম আপনাদের কৌতুহল কে নিয়ে।
আসলে বিষয় টা সেরকম না। পৃথিবীতে এমন এক প্রকার গাছ আছে যেই গাছ কিনা পোকা খেয়ে বেঁচে থাকে। এই গাছের পাতাগুলো মানুষের মুখের চোয়ালের মতো। পৃথিবীতে এই ধরনের গাছের বিভিন্ন প্রজাতির সন্ধান মিলেছে। এমনকি আমাদের দেশের বিখ্যাত জেলা সিলেটেও এই গাছের দেখা মিলে। সিলেটের এই প্রজাতির গাছকে আমরা কলস গাছ হিসেবে চিনি অনেকে।
![]() |
| কলসি গাছ |
এই গাছটি দেখতে অনেকটা কলসের মতোই। এ কলসের মধ্যে লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে। যেখানে মধু সেখানে তো পোকামাকড় আসাটাই স্বাভাবিক। এই কলসির মতো কাঠামোর মধ্যে যখন কোনো পোকামাকড় মধু খেতে আসে তখন পা পিছলে এর ভিতর পড়ে যায়। পোকা ভিতরে চলে যাওয়া মাত্রই এই গাছের কলসির মুখের সামনের সাইট আপনা আপনিই আটকে যায়। পরবর্তীতে গাছটি পোকাকে এক বিশেষ উপায়ে হজম করে ফেলে।
আজ পর্যন্ত এই গাছের সেরা এবং অন্যতম প্রজাতি টি হলো ভেনাস ফ্লাইট্রাপ। আমেরিকার সাউথ এবং নর্থ ক্যালিফোর্নিয়ায় এই উদ্ভিদ বা গাছ ব্যপকভাবে পাওয়া যায়।
ভেনাস ফ্লাইট্রাপের গঠন ও খাদ্যাভ্যাস :
এই গাছ গুলোর বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয়। যা কিনা মাটি থেকে যথেষ্ট পরিমাণে পায় না। আর এই না পাওয়ার দরুন এই গাছ মাংসাশী তে পরিনত হয়েছে। কিছু বিজ্ঞানী ধারণা করেন যে, পরবর্তী পরিবেশে টিকে থাকার প্রয়োজনে বিবর্তনের মাধ্যমে এসব উদ্ভিদ মাংসাশী তে পরিনত হয়েছে।
তবে মানুষ খাওয়ার ব্যপার টা কেবল গল্পই মাত্র! মানুষের মাংস না খেলেও পোকা মাকরের মাংস তো খায়। মানুষ খেকো না বললেও পোকামাকড় খেকো তো বলতেই পারি!
![]() |
| পোকামাকড় খেকো গাছ😅 |



0 Comments
•Do Not Share Any Link.
Thank You•