![]() |
Infrared |
আমরা বাসায় টেলিভিশন, ভিসিডি প্লেয়ার, এয়ারকন্ডিশনার ইত্যাদি চালানোর জন্য নিশ্চয়ই রিমোট ব্যবহার করি। ইদানীং অত্যাধুনিক রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি, রোবটসহ নানাধরণের রিমোট কন্ট্রোল খেলনাও পাওয়া যাচ্ছে। রিমোট কন্ট্রোলের সাহায্যে মূল ডিভাইসকে এক্ষেত্রে কোন তারবিহীন মাধ্যম দ্বারা যোগাযোগ করা হচ্ছে বলতে পারেন কি? এটি হলো ইনফ্রারেড নামের একধরনের তরঙ্গনির্ভর যোগাযোগ ব্যবস্থা।
ইনফ্রারেড হলো একধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব, যার ফ্রিক্যুয়েন্সি সীমা টেরাহার্জ (THz) হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ৩০০ গিগাহার্জ (GHz) হতে ৪৩০ টেরাহার্জ (THz) পর্যন্ত বিস্তৃতি ব্যান্ডকে ইনফ্রারেড নামে অভিহিত করা হয়। খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনে ইনফ্রারেড ব্যবহার করা হয়।
১৮০০ শতাব্দিতে উইলিয়াম হার্শেল ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন, যার অবস্থান ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে মাইক্রোওয়েভ এবং দৃশ্যমান আলোর মাঝামাঝি। এ প্রযুক্তিতে দু'প্রান্তে ট্রান্সমিটার এবং রিসিভার থাকে। সিগন্যাল ট্রান্সমিট করার কাজটি LED (Light Emitting Diode) বা ILD (Interjection Laser Diode) — এর মাধ্যমে সম্পন্ন হয় এবং ফটো ডায়োড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হলো এটি ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করে অপরপ্রান্তে যেতে পারে না।
ইনফ্রারেড এর ব্যবহার
- গৃহসামগ্রী পরিচালনা যেমন—ঘরের দরজা, জানালা, পর্দ, লাইট, ফ্যান ইত্যাদি রিমোট কন্ট্রোলের সাহায্যে চালু বা বন্ধ করতে।
- কার লকিং সিস্টেমে।
- বিভিন্ন রিমোট কন্ট্রোল নির্ভর খেলনা সামগ্রীতে।
ইনফ্রারেড এর সুবিধা
- স্বল্প বিদ্যুৎ এ ডেটা ট্রান্সমিশন সম্ভব।
- উচ্চ নিরাপত্তায় ডেটা ট্রান্সমিশন।
- যে কোনো ডিভাইস এর সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় কাজ করতে।
ইনফ্রারেড এর অসুবিধা
- অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিশন সম্ভব নয়।
- দেয়াল বা শক্ত বস্তুকে ভেদ করে চলাচল করতে পারে না।
- সরাসরি সূর্যালোক, ধুলোবালি, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি ডেটা কমিউনিকেশনে বিঘ্ন ঘটায়।
ইনফ্রারেড এর বৈশিষ্ট্য
- দৃশ্যমান আলোর চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য (700nm-1mm)
- ফ্রিকুয়েন্সি লেভেল (300GHz - 430THz)
- ডেটা চলাচল গতি তার মাধ্যমের তুলনায় কম।
0 Comments
•Do Not Share Any Link.
Thank You•