Ticker

7/recent/ticker-posts

শৈশবের ভালোবাসা : দিপু নাম্বার টু

Dipu Number 2
Dipu Number 2

টাইটেল দেখে ভেবেছিলেন হয়তো 'দিপু নাম্বার টু সিনেমা নিয়ে এই আর্টিকেল। এই সিনেমা নিয়ে নতুন কি বলার বা লেখার আছে!? এই সিনেমা টা যে কম দেখছে সেও হয়তো ১০-১২ বার দেখেছিলো। আর আমি; কতোবার দেখেছি তা হিসেব করে সংখ্যায় বলতে পারবোনা। তবে বলবো অসংখ্য বার। সেই সময়ের ভালোবাসা মানে 'দিপু নাম্বার টু'। লিখতে চাই এই সিনেমাতে অভিনয় করা দিপু আর তারিক কে নিয়ে। এই সিনেমার মূল অভিনয়েই তো ছিলো এই দুজন। আর সিনেমা টা বার বার দেখতে চাওয়ার কারণ তো ছিলো এরা দুজোনেই।

দিপু আর তারিক
Tarikh & Dipu

তো জানতে কি ইচ্ছে করেনা ওদের আসল পরিচয় কি? কেমন আছে ওরা? কোথায় আছে? অথবা ওরা কি এখনো চলচ্চিত্র জগতে আছে কিনা!?

উত্তর টা আমিই দেই...

অবশ্যই জানতে ইচ্ছে করে দিপু আর তারিক সম্পর্কে। 

আপনাদের ইচ্ছে টা পূরণ করার চেষ্টা করা যাক-

দিপুঃ

দিপুর আসল নাম অরুণ সাহা। দিপু চলচ্চিত্রের অভিনেতা অরুনের জন্ম ১৯৮৩ সালের ৯ই নভেম্বর। সেন্ট জোসেফ স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি বুয়েটে ভর্তি হন। পরে ভারত সরকারের স্কলারশিপ নিয়ে তিনি চলে যান দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। সেখান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স শেষ করে তিনি প্রবেশ করেন কর্মজীবনে। চাকরি জীবনে প্রথমে ভারত তারপর জার্মানি এবং আরব আমিরাত হয়ে ২০১১ সালে তিনি বাংলাদেশ চলে আসেন। দেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিনিওবেল এনার্জি টেকনোলজি বিষয়ে মাষ্টার্স করেন। 

অরুণ সাহা দিপু চলচ্চিত্রে অভিনয় করে সেরা শিশুশিল্পী হিসেবে জিতে নিয়েছিলো জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। কিন্তু তারকাখ্যাতি পাবার পরও এবং আরো অনেক সিনেমাতে অভিনয় করার অফার পাবার পড়েও অভিনয় করেন নি। তার শুরুটা অভিনয় দিয়ে হলেও বেড়ে ওঠার সাথে সাথে তার আগ্রহ স্থানান্তরিত হয় মিউজিকে। তিনি মূলত ক্লাসিকাল গিটার বাজান। টিভি অনুষ্ঠান ও স্টেজ শোতে মিউজিকও করেছেন তিনি। ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও পরিনত বয়সে তাকে আবারও অভিনয় করতে দেখা যায় সুমন ধরের পরিচালনায় টেলিফিল্ম "খোলা জানালা" তে। এছাড়া তিনি ওকাপিয়া মোবাইলের একটি বিজ্ঞাপনেও মডেল হন। বেশ কয়েক বছর দেশে কাটিয়ে ২০১৫ সালে আয়ারল্যান্ডের নিউ পার্ক মিউজিক সেন্টারে সংগীতে পড়াশোনা করতে চলে যান। এরপর আর স্থায়ীভাবে দেশে ফেরেন নি। ২০১৬ সাল থেকে কানাডার ভ্যাংকোবা শহরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

তারিকঃ

'দিপু নাম্বার টু' চলচ্চিত্রের তারিক চরিত্রের অভিনয় করেন শুভাশিষ রায়। তিনি তারিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাবার পর আরো বেশ কিছু চলচ্চিত্রের অভিনয়ের আমন্ত্রণ পেলেও পড়াশোনাতে পূর্নাঙ্গ মনোযোগ দিতে তিনি নিজে কিংবা তার পরিবারের কেউই রাজি হয়নি তাকে আবারো অভিনয় করতে দিতে। প্রথমে অভিনয় দিয়ে শুরু হলেও তখন থেকেই তার ইচ্ছে ছিলো অভিনেতা নয় বরং পর্দার পেছনের কারিগর তথা পরিচালক হবার। সেই ইচ্ছার পথে ক্ষুদ্র ক্ষুদ্র পথে হেটে তিনি এখন লক্ষ্যে এসে পৌছেছেন। এরই মাঝে ৫০ টিরও বেশী তথ্যচিত্র ও প্রমান্যচিত্র তৈরি করেছেন তিনি। এমনকি দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন। 'যে শহরের চোরাবালি' চলচ্চিত্র টি নির্মাণ করেন ২০১১ সালে। এটি ছিলো তার নির্মিত প্রথম চলচ্চিত্র। দ্বিতীয় চলচ্চিত্র টি নির্মাণ করেন ২০১৫ সালে। দ্বিতীয় চলচ্চিত্র টির নাম ছিলো 'কাটুস কুটুস'। পুরোপুরি প্রেমের কল্প নিয়ে নির্মিত এই শর্টফিল্মে অভিনয় করেছিলেন পিয়া বিপাশা এবং মনোজ। এরপর তিনি আর চলচ্চিত্র নির্মাণ করেন নি!

অনেক অনেক শুভ কামনা রইলো অরুণ সাহা এবং শুভাশিষ রায়ের জন্য। আর তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের দেশের একটি প্রজন্মের শৈশবকে রঙিন করার অংশীদার হবার জন্য। 

Dipu Number 2


বিঃদ্রঃ আর্টিকেলের একাংশ 'সিনে পজিশন' থেকে সংগৃহীত হয়েছিলো। 


'দিপু নাম্বার টু' সিনেমা টিকে এখনো কি মিস করেন!? মন্তব্য করে জানাবেন কেমন!

Post a Comment

1 Comments

•Do Not Share Any Link.
Thank You•