Ticker

7/recent/ticker-posts

Wikipedia About | Bd Review

আমরা সবাই কমবেশী Google সম্পর্কে জানি। যেখানে আমরা মনে করি গুগল সবকিছু জানে কিংবা সবরকম তথ্য গুগল নিজে দিয়ে থাকে। ব্যাপারটা সেরকম নয় কিন্তু। আসল ব্যাপার হচ্ছে, যেসব ওয়েবসাইট কিংবা ব্লগসাইট বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখে সেসব সাইটের তথ্য গুগল আমাদের সামনে উপস্থাপন বা পরিবেশন করে থাকে আমাদের অনুসন্ধান অনুযায়ী। মূলত ব্লগ, ওয়েবসাইটের মতো প্লাটফর্ম গুলোর তথ্য গুগলের সাহায্যই আমাদের কাছে পৌছায়। 

গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারী সবাই এই সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত। ইন্টারনেট জগতে এটা অন্যতম সেরা সার্চ ইঞ্জিন, বর্তমানে যার মার্কেট শেয়ার প্রায় ৯২.৪৭%.

এই সেরা সার্চ ইঞ্জিনের পাশাপাশি আরও কিছু সার্চ ইঞ্জিন আছে যা অল্প কিছু সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহার করে থাকে। যেমন : Microsoft Bing, Yahoo, DuckDuckGo, Yandex, Baidu ইত্যাদি। এই সার্চ ইঞ্জিন গুলোরও একই কাজ।  গুগলের মতোই আমাদের সার্চ বা অনুসন্ধান অনুযায়ী অন্যের তথ্য আমাদের সামনে হাজির করে। 

অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, গুগলে আমরা কোনো কিছু সার্চ দিলে প্রথমে যেই তথ্যটি আসে সেই তথ্যটি উইকিপিডিয়া ওয়েবসাইটের। আর সেই তথ্যটি তে ব্রাউজ করলে কোনো এডও শো করে না বাকী ওয়েবসাইট গুলোর মতো। জানতে ইচ্ছে করেনা এই উইকিপিডিয়া সম্পর্কে!? তো আজকে কিন্তু এই উইকিপিডিয়া সম্পর্কেই লিখবো। পুরো আর্টিকেল টা পড়ার অনুরোধ জানাচ্ছি! আশা করি এই ক্ষুদ্র লেখকের আর্টিকেল টা আপনাদের নতুন কিছু জানতে সাহায্য করবে! তো প্রিয় পাঠক, চলুন উইকিপিডিয়া সম্পর্কে উন্নত কিছু জানা যাক।

Wikipedia Image
Wikipedia Image 

ইন্টারনেটের তথ্য সংগ্রহের জন্য সবচেয়ে বেশী যার অবদান রয়েছে, সেটি হচ্ছে উইকিপিডিয়া। যাকে ইন্টারনেটের বিশ্বকোষ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। 

বর্তমান সময়ে আমরা সবকিছু যেমন হাতের নাগালে পেয়ে যাই তা কিন্তু ২০ থেকে ২৫ বছর আগে সম্ভব ছিলো না। সেসময় কোনো কিছু জানতে হলে আমাদের বিভিন্ন লাইব্রেরীর বইপুস্তক কিংবা খবর পত্রিকার সাহায্য নিতে হতো। সেসময় লাইব্রেরি কিংবা খবর পত্রিকার সাহায্য ছাড়া কোনো কিছু সহজেই জানার ব্যাপার ছিলো দুষ্কর। অনেকটা অসম্ভবের মতো।

Jimmy Wales এবং Larry Sanger নামের দু'ব্যক্তি  হাজার সালে অনলাইনে একটি সেবা প্রদানের প্লাটফর্ম চালু করেন। প্লাটফর্ম/সাইটটির  নাম ছিলো NUPDIA. তারপর হাজার সালে জানুয়ারীর ১৫ তারিখে সাইটটির নাম পরিবর্তন করে সাইটটির নাম রাখা হয় উইকিপিডিয়া। 

শুরুতে উইকিপিডিয়া শুধু ইংরেজি ভাষা নিয়ে কাজ করতো। কিন্তু বর্তমানে এটা পৃথিবীর প্রত্যেক ভাষাভাষী মানুষের ভাষায় সেবা প্রদান করে থাকে। এই উইকিপিডিয়া বিনামূল্যে উচ্চ মানসম্পন্ন জ্ঞান ভান্ডার আমাদের সকল ইন্টারনেট ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

অবাক করে দেওয়ার বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে বৃহৎ এই তথ্য ভান্ডার টি সূচনা থেকেই একটি অলাভজনক প্রতিষ্ঠান। মানুষের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে উইকিপিডিয়ার এই প্রচেষ্টা। 

আমরা অনেকেই হয়তো জানি, .Org নামের যেসব ডোমেইন থাকে সেগুলো হচ্ছে একটি অলাভজনক ফ্রি সাইট। এই কারনেই উইকিপিডিয়া ওয়েবসাইটের ডোমেইন নাম wiki.org 

বর্তমানে উইকিপিডিয়া ৩০১ টি ভাষায় প্রায় ৪০ মিলিয়ন নিবন্ধন প্রচার করে চলেছে। যার মধ্যে শুধু ইংরেজিতেই ৫৮ লক্ষের অধিক নিবন্ধন রয়েছে। যার কারণে পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিনিয়তই এই উইকিপিডিয়ার মাধ্যমে উপকৃত হচ্ছে। 

২০১৪ সালের ফেব্রুয়ারি 'দ্যা নিউ ইয়র্ক টাইমস' প্রকাশ করে, উইকিপিডিয়া সব ওয়েবসাইটের মধ্যে বিশ্বব্যাপী ৫ম স্থানে অবস্থান করেছে। 

যদিও প্রথম দিকে কেউ চাইলেই উইকিপিডিয়াতে লেখালেখি করতে পারতো না। কিন্তু বর্তমানে যেকোনো ব্যক্তি চাইলেই উইকিপিডিয়াতে যেকোনো তথ্য সম্পর্কেই লিখতে পারে।

তবে এখানে জানার ব্যাপার হলো, আমরা Facebook এ যেমন কোনো কিছু লিখে পাবলিশ করে দিতে পারি নিজ ইচ্ছেতেই; উইকিপিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভিন্ন রকম। চাইলেই নিজ ইচ্ছেমতো উইকিপিডিয়াতে যেকোনো তথ্য জুড়ে দেওয়া সম্ভব নয়। 

কারণ, যখন আপনি যেকোনো বিষয়ে কিছু লিখবেন; এরপরে সেই লেখাটি প্রথমে উইকিপিডিয়া কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবে। সেক্ষেত্রে তারা যদি দেখে আপনার লেখাটা গ্রহনযোগ্য তবেই তারা আপনার লেখাটিকে সকলের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিবে।

আর যদি তারা বুঝতে পারে আপনি কোনো অসৎ উদ্দেশ্য হাসিল কিংবা উইকিপিডিয়ার নীতিমালার বাহিরে কোনো তথ্য জুড়ে দেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ ভুল বানোয়াট তথ্য। সেক্ষেত্রে আপনার লেখা  তথ্য উইকিপিডিয়া কর্তৃপক্ষ কখনোই গ্রহণ করবেনা। 

উইকিপিডিয়াতে লেখার জন্য অন্যান্য সাইটের মতো প্রথমে আপনাকে  এখানে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন শেষে আপনি এই উইকিপিডিয়ার একজন সদস্য হিসেবে গন্য হবেন। 

যেভাবে উইকিপিডিয়া একাউন্ট খুলবেন

উইকিপিডিয়ার সদস্য হলে আপনি এখানে সঠিক তথ্য জুড়ে দিতে পারবেন। আপনার তথ্য সঠিক হলে কর্তৃপক্ষ অবশ্যই আপনার তথ্য গ্রহণ করবেন। এক্ষেত্রে উইকিপিডিয়াতে যে ইউজার নেম একবার ব্যবহৃত হয়েছে সেটি পরবর্তীতে আর কেউ ব্যবহার করতে পারবেনা। 

গাজওয়াতুল হিন্দ
গাজওয়াতুল হিন্দ সম্পর্কে উইকিপিডিয়ার তথ্য 

সবশেষে এটাই বলবো, উইকিপিডিয়া জ্ঞান পিপাসুদের পিপাসা মিটানোর চেষ্টা করে! ধন্যবাদ উইকিপিডিয়া। 

Post a Comment

2 Comments

•Do Not Share Any Link.
Thank You•