ICT Book : (Class 11-12) |
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তর : যেকোনো তথ্যের উৎপত্তি, সংরক্ষন, প্রক্রিয়াকরণ এবং সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
২. বিশ্বগ্রাম কী?
উত্তর : বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে।
৩. বিশ্বগ্রাম ধারনার প্রবর্তক কে? অথবা, বিশ্বগ্রাম ধারণা দেন কে?
উত্তর : বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হলেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান।
৪. টেলিযোগাযোগ ব্যবস্থা কী?
উত্তর : টেলিযোগাযোগ হলো সাধারনভাবে যেকোনো দূরত্বে যন্ত্র বা ডিভাইস নির্ভর পরষ্পর যোগাযোগের পদ্ধতি।
৫. স্যাটেলাইট কী?
উত্তর : স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ।
৬. বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম কী?
উত্তর : বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1)। ২০১৮ সালের ১২ই মে এটি উৎক্ষেপণ করা হয়।
৭. ইন্টারনেট কী?
উত্তর : ইন্টারনেট এক বিশেষ যোগাযোগ প্রযুক্তি যা বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারকে সংযুক্ত রাখে এবং এসকল কম্পিউটারের মধ্যে দ্রুতগতিতে ইন্টারনেট প্রোটোকল ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে।
৮. ই-মেইল কী?
উত্তর : ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস (কম্পিউটার, মোবাইল প্রভৃতি) এর মধ্যে তথ্য আদান-প্রদান ব্যবস্থাই ই-মেইল।
৯. ই-মেইলের জনক কে?
উত্তর : ই-মেইলের জনক হলেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
১০. টেলি কনফারেন্সিং কি?
উত্তর : টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও, মডেম, ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতিকে টেলি কনফারেন্সিং বলা হয়।
পড়ুন→ Wikipedia About
১১. ভিডিও কনফারেন্সিং কী?
উত্তর : ভিডিও কনফারেন্সিং হলো যেকোনো ভোগৌলিক দূরত্ব হতে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে যেখানে অংশগ্রহণকারীগন কথা বলার সাথে ভিডিওতে পরস্পরকে দেখতে পান।
১২. বুলেটিন বোর্ড কী?
উত্তর : ইলেকট্রিক বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যেখানে কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটারও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।
১৩. GPS কী?
উত্তর : জিপিএস হলো একটি স্যাটেলাইট নির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থা। যার মাধ্যমে ভূপৃষ্ঠের যেকোনো স্থানের অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়।
১৪. GIS কী?
উত্তর : জিআইএস হলো এমন একটি স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেম যা ভৌগোলিক যেকোনো স্থাপনার পরিবর্তন ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণের মাধ্যমে ওই স্থানের ভারসাম্য নিয়ন্ত্রণ পরিচালনা করে।
১৫. আউটসোর্সিং কি?
উত্তর : আউটসোর্সিং হলো কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া।
১৬. ই-লার্নিং কি?
উত্তর : ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাই হচ্ছে ই-লার্নিং।
১৭. ই-বুক কী?
উত্তর : ই-বুক হলো প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সন যেটি কম্পিউটার বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা হয়।
১৮. টেলিমেডিসিন কী?
উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে।
১৯. টুইটার কী?
উত্তর : সামাজিক যোগাযোগ ও মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট।এখনে ব্যবহারকারীরা ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাকে টুইট বলা হয়।
২০. অফিস অটোমেশন কী?
উত্তর : অফিস অটোমেশন হলো এমন এক প্রযুক্তি নির্ভর কার্যক্রম যার মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কিং সহ অন্যান্য তথ্য প্রযুক্তি ডিভাইস এবং সিস্টেমের দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজকে পরিচালনা করা যায়।
আরও পড়ুন→ Konosuke Matsushita History
২১. স্মার্ট হোম কী?উত্তর : স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং, কুলিং, লাইটিং এবং সিকিউরিটি কন্ট্রোল প্রভৃতি সিস্টেম সমূহ নিয়ন্ত্রণ করা যায়।
উত্তর : ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পন্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজটিকেই ই-কমার্স বলে।
২৩. এটিএম (ATM) কী?
উত্তর : ATM এর পূর্নরূপ হচ্ছে Automated Teller Machine। এটিএম বুথ থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারী তার হিসাব থেকে ২৪ ঘন্টা টাকার উত্তোলন বা জমা দিতে পারেন।
উত্তর : ইন্টারনেট/নেটওয়ার্ক ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা যাতে গ্রাহক একই ব্যাংকের যেকোনো শাখা থেকে লেনদেন করতে পারেন।
২৫. ব্লগ কী?
উত্তর : ব্লগ হলো এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
উত্তর : সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এক ধরনের অনলাইন প্লাটফর্ম যার মাধ্যমে এক ব্যক্তি অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে।
২৭. ভার্চুয়াল রিয়েলিটি কী?
উত্তর : ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার সিমুলেটেড পরিবেশ। যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে, বাস্তবের ন্যায় কাল্পনিক দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবনানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
২৮. ফ্লাইট সিমুলেশন কি?
উত্তর : ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বিশেষ কম্পিউটার সিস্টেম সমূহের মাধ্যমে পাইলটদেরকে সত্যিকারের এয়ারক্রাফট ছাড়াই বিমান প্রশিক্ষণ দেয়া হয়।
২৯. কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কী?
উত্তর : মানুষের চিন্তাভাবনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI (Artificial Intelligence) বলে।
৩০. এক্সপার্ট সিস্টেম কী?
উত্তর : এক্সপার্ট সিস্টেম হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে কাজ করে।
আরও পড়ুন→ দুনিয়ার সেরা 25 টি অদ্ভুত ফ্যাক্ট
৩১. রোবোটিকস কী?
উত্তর : রোবোটিকস হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবোটিকস সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
৩২. রোবোট কী?
উত্তর : রোবোট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
৩৩. রোবোট শব্দটির প্রবক্তা কে?উত্তর : রোবোট শব্দটির প্রবক্তা রাশিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখক আইজাক আসিমভ।
উত্তর : অ্যাকচুয়েটর হলো এমন এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায়।
৩৫. ক্রায়োসার্জারি কী?
উত্তর : ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়।
৩৬. ক্রায়োপ্রোব কী?
উত্তর : ক্রায়োসার্জারীতে সুঁইয়ের মতো লম্বা যে যন্ত্রের সাহায্যে আক্রান্ত টিউমারে নাইট্রোজেন ও আর্গন গ্যাস সরবরাহ করা হয় তাকে ক্রায়োপ্রোব বলে।
৩৭. বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী?
উত্তর : বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম মহাকাশ গবেষণা এবং অনুধাবন কেন্দ্র (Space Research and Remote Sensing Organisation-SPARRSO) যা বাংলাদেশের সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
উত্তর : উৎপাদনের আগে কম্পিউটারে যে টুল ব্যবহার করে পন্যের ড্রাফটিং, ডিজাইন, সিমুলেশন প্রভৃতি তৈরি করা হয় তাকে CAD (Computer Aided Design) বলে।
৩৯. CAM কী?
উত্তর : কম্পিউটারের যে টুল সমূহের সাহায্যে পন্য প্রস্তুতের যন্ত্রপাতি সমূহকে নিয়ন্ত্রণ করা হয় তাকে CAM (Computer Aided Manufacturing) বলে।
৪০. ড্রোন কী?
উত্তর : ড্রোন হলো এমন এক ধরনের উড়োজাহাজ বা বিমান যা পাইলট ছাড়া চলাচল করে।
৪১. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তর : কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন (Gene) বহনকারী DNA (Deoxyribouncleic acid) পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
৪২. ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
উত্তর : রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে উন্নত জাতের কৃষিজাত ফসল বা উদ্ভিদ উদ্ভাবন করা হয় তাকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।
৪৩. ন্যানোমিটার কী?
উত্তর : এক মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ হলো এক ন্যানোমিটার (১ ন্যানোমিটার = ১০-৯ মিটার)।
৪৪. ফিশিং (Fishing) কী?
উত্তর : হ্যাকার কর্তৃক ব্যবহারকারীকে ফাঁদে ফেলে তার সকল ব্যক্তিগত তথ্য হ্যাক করাকে ফিশিং বলা হয়।
৪৫. প্লেজিয়ারিজম কী?
উত্তর : তথ্যসূত্র উল্লেখ ব্যতীত কোনো ছবি, অডিও, ভিডিও সহ যেকোনো তথ্য ব্যবহার করা একটি অপরাধ যাকে প্লেজিয়ারিজম বলে।
0 Comments
•Do Not Share Any Link.
Thank You•