Ticker

7/recent/ticker-posts

দুনিয়ার সেরা 25 টি অদ্ভুত ফ্যাক্ট | পর্ব 03 | Prehistoric Knowledge Update In 2022


Knowledge Increase


অদ্ভুত, অজানা, আজব, কৌতূহল তথ্য সমূহ 

প্রিয় পাঠক, 
স্বাগতম জানাই আজকের নতুন একটি লেখনীতে। আজকের মূল বিষয় হলো দুনিয়াতে ঘটে যাওয়া নিত্যকার অবাক করে দেওয়া কিছু তথ্য নিয়ে। যা কিনা ইতিহাসে লিপিবদ্ধ আছে। জায়গা করে নিয়েছে গিনেস বুকে। যা আমাদের জানা প্রয়োজন। যা কিনা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে সহায়ক হবে। এরকম টপিকের আর্টিকেল এর আগে আরও দুটি দিয়েছি আমার এই ব্লগসাইটেই। সেগুলো মিস করতে না চাইলে এখনই পরে আসতে পারেন।

পড়ুনঃ-

এবার মূল পর্বে আসা যাক...
০১) স্ট্যাচু অফ লিবার্টি মূলত তামা দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু অক্সিডেশনের কারণে এটি সবুজ বর্নে পরিনত হয়।

০২) কোকাকোলা তাদের প্রথম বছরে মাত্র ২৫ টি বোতল বিক্রি করতে পেরেছিলো। 

০৩) বিংশ শতাব্দীর মানুষেরা সত্যিকারের মানব দাবা খেলতো। 

০৪) ফিলিপাইনে এমন একটা দ্বীপ রয়েছে যার মধ্যে একটি লেক আছে। ঐ লেকের মধ্যে আবার একটি দ্বীপ আছে। ঐ দ্বীপের মধ্যে আবার নিজস্ব একটি লেক আছে। সেই লেকের মধ্যে আবার ছোট একটি দ্বীপ আছে। 

০৫) পৃথিবীর সবচেয়ে ধনী নারী Mackenzie Scott Bezos এর আয়ের উৎস 'ডিবোর্স'

০৬) জেলিফিশের শরীরে ৯৫ শতাংশ পানি থাকে।

০৭) দুটি বিশ্বযুদ্ধের ২২ বছরের মধ্যে ফ্রান্সে ৪০ জন সরকার ছিলো।

০৮) ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এ কর্মরত নভোচারীরা দিনে মোট ১৬ বার সূর্যোদয় এবং ১৬ বার সূর্যাস্ত দেখতে পান।

০৯) বিশালাকৃতির শনি গ্রহের ঘনত্ব এতটাই কম যে পানিতে ফেলে দিলে এটা অনায়াসে ভাসতে থাকবে।

১০) স্লথ নামক এক প্রজাতির প্রানী রয়েছে। যাদের এক মাইল অতিক্রম করতে মাস সময় লাগে। 

১১) মানুষের চোখ যদি ঈগলের মতো হতো, তাহলে মানুষ দশ তলা ভবন থেকে মাটির পিঁপড়ের কর্মকাণ্ড পর্যন্ত দেখতে সক্ষম হতো।

১২) পৃথিবীতে যে লাইনটা দিন ও রাতকে বিভক্ত করেছে তার নাম 'টারমিনেটর'

১৩) বারমুন্ডি নামের এক ধরনের মাছ রয়েছে, যা সবসময় পুরুষ হয়েই জন্মগ্রহণ করে। কিন্তু ২-৩ বছর বয়সে নিজের শরীরকে প্রজননের জন্য স্ত্রী লিঙ্গে রূপান্তরিত করে।

১৪) 'Your Voice is like a Goat, I'm sorry but you have no future in Music.' দশ বছর আগে এ কথা বলেই যাকে মিউজিক ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিলো। তাকেই আমরা আজ দুনিয়ার সেরা গায়িকা সাকিরা হিসেবে চিনি।

১৫) পৃথিবীর সবথেকে দুর্লভ রক্তের নাম RH null. এই রক্ত টিকে গোল্ডেন ব্লাডও বলা হয়৷ পুরো গ্রহে মাত্র ৪৩ জনকে খুঁজে পাওয়া গেছে যাদের শরীরে এই রক্ত রয়েছে। পৃথিবীতে এই রক্তের মাত্র জন সক্রিয় রক্তদাতা রয়েছে।

আরও পড়ুন একজন ইউটিউবারের গল্প

১৬) ১৬৪০ সালে কনডম সাধারণত শূকর কিংবা ছাগলের ক্ষুদ্রান্ত চামড়া অথবা মুত্রথলি দিয়ে তৈরি করা হতো। যা একাধিক বার ব্যবহার করা যেতো। 

১৭) চিনের ১৩ বছর বয়সী  Zhengyang Wang কে বলা হয় বিশ্বের অন্যতম কনিষ্ঠ হ্যাকার। সে তার হোমওয়ার্কের উত্তর জানার জন্য স্কুলের কম্পিউটার সিস্টেমকেই হ্যাক করে নিয়েছিলো। 

১৮) ব্রাজিলের সকল হাসপাতালে পুড়ে যাওয়ার চিকিৎসায় তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করা হয়। এতে ক্ষতস্থানে দ্রুত কোলাজেন সৃষ্টি হয়। এবং ব্যথানাশক হিসেবেও কাজ করে। 

১৯) একটি গরিলা জন্মগ্রহণ করেছিলো একটি বিরল রোগ নিয়ে। এমন একটি রোগ যেখানে শরীরের কিছু কিছু স্থানে রঞ্জন (পিগমেন্ট) পদার্থের ঘাটতি থেকে যায়। এই রোগটি গরিলাটির আংগুল গুলিকে কাকতালীয়ভাবে মানুষের আঙ্গুলের মতো আংগুল রূপ দিয়েছে। 

২০) আমেরিকার ওকোলহাম সাম্রাজ্যে ম্যানহলের ঢাকনাগুলোতে পুরো শহরের মানচিত্র আঁকা থাকে।

২১) পৃথিবীর সবচেয়ে বয়স্ক রাশিয়ান চিকিৎসক এলা ইলিওনিকনা যিনি এপর্যন্ত নিজ হাতে দশ হাজারটা সফল সার্জারী সম্পন্ন করেছেন কোনো প্রানহানীর ঘটনা ছাড়াই।

২২) প্রাচীন মিশর ও রোমে লিপিস্টিক শুধুমাত্র সৌন্দর্য নয় বরং আভিজাত্যের প্রতীক ছিলো। তাই নারীদের পাশাপাশি পুরুষেরাও লিপস্টিক ব্যবহার করতো। তখন এক প্রকার শৈবাল ব্যবহার করে লিপস্টিক উৎপাদন  করা হতো। 

২৩) নরওয়ে অবস্থিত প্রায় ৮০০ বছর পুরনো স্টেভ গির্জাটি আপাদমস্তক কাঠ দ্বারা নির্মিত। অবাক করা বিষয় হলো, ওই গির্জাটি নির্মানে একটি লোহার পেরেকও ব্যবহৃত হয়নি। কাঠের খাঁজে কাঠ বসিয়ে নির্মাণ করা গির্জাটি এখনো ঠায় দাড়িয়ে আছে। 

২৪) বিমানের খাবারগুলো তেমন সুস্বাদু হয়না। কারণ, ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় মানুষের স্বাদ এবং গন্ধের অনুভূতি ২০-৫০% কমে যায়। 

২৫) আমাদের পৃথিবীতে প্রায় ৭৫০০ প্রজাতির আপেল রয়েছে। অর্থাৎ আপনি প্রতিদিন একটা করে আলাদা প্রজাতির আপেল খেলেও সব প্রজাতির আপেল খেতে আপনার ২০ বছরেরও বেশী সময় লাগবে।

এই ছিলো অদ্ভুত, অজানা তথ্যের তালিকা। কেমন লেগেছে আপনার কাছে সেটা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। খুব ভালো লেগে থাকলে আর্টিকেল টা শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছাড়িয়ে দিন। নতুন কিছু জানাতে আমি আমার সাধ্য মতো কাজ করে যাচ্ছি। 

Post a Comment

0 Comments