আজ আমরা একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের আলোকে ওই বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যান্ড জিওমেট্রি(Hand Geometry) সম্পর্কে জানবো।
চলুন শুরু করি....
Picture : Hand Geometry |
মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনে ভিন্নতা রয়েছে। যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের হাতের জ্যামিতিক আকার ও গঠন বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম বলে। হ্যান্ড জিওমেট্রি রিডারের সাহায্যে হাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে আবার হ্যান্ড জিওমেট্রি রিডারের সাহায্যে হাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ডেটা ইনপুট নিয়ে আগের ডেটার সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়।
হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক যেভাবে কাজ করে (Hand Geometry Process Performs) :
হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্স ডিভাইস এর সাধারণ কনসেপ্ট হল এটি একজন মানুষের হাতের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব এবং এর সারফেস এরিয়াকে ক্যাপচার করে। এই ডেটাগুলো ক্যাপচার করার জন্য এই ডিভাইসে একটি চার্জ কাপল ডিভাইস বা সিসিডি (Charge Couple Device of CCD) ক্যামেরা ব্যবহার করে হাতের তালুর পৃষ্ঠটির একটি সেলুলয়েড ইমেজ গ্রহণ করে। এই সেলুলয়েড ইমেজ থেকে হাতটির আঙ্গুলগুলোর দৈর্ঘ্য, আঙ্গুলের গাঁটগুলোর মধ্যেকার দূরত্ব, হাতের তালু এবং আঙ্গুলগুলোর উচ্চতা এবং পুরুত্ব প্রভৃতি ডেটা পরিমাপ করে অতঃপর একে নিউমেরিক ডেটায় রূপান্তরিত করা হয়। এই নিউমেরিক ডেটাকে পূর্বে কোডিং (Coding) করে রাখা উক্ত ব্যক্তিটির হ্যান্ড জিওমেট্রির টেম্পলেটের সাথে ম্যাচ করিয়ে ব্যক্তিটিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়।
হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্সের সুবিধা :
- বিশেষ হার্ডওয়্যার ব্যবহার হয় বিধায় একে যেকোনো সিস্টেম বা ডিভাইসের সাথে ইন্ট্রিগ্রেট করা সম্ভব।
- ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে এখানে যে ডেটাকে প্রসেস করা হয়, তার পরিমাণ কম হওয়ায় এটি সহজেই স্মার্টকার্ডে ব্যবহৃত হতে পারে।
- অত্যন্ত এক্সপেন্সিভ প্রযুক্তি।
- সাইজ বেশ বড়।
- বাত আক্রান্ত ব্যক্তির জন্য এই পদ্ধতি কার্যকর নয়।
- বিভিন্ন পার্সোনাল আইডেন্টিফিকেশন কার্ড বা পারসোনাল নাম্বার জেনারেশনে যেভাবে একাধিক বায়োমেট্রিক সিস্টেম সমন্বিত হয় সেসব ক্ষেত্রে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।
- আমেরিকায় এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেমে অথেনটিকেশনে ব্যবহৃত হয়ে থাকে।
0 Comments
•Do Not Share Any Link.
Thank You•