Ticker

7/recent/ticker-posts

Coaxial Cable | কোএক্সিয়াল ক্যাবল কী অথবা কাকে বলে | কোএক্সিয়াল এর সুবিধা, অসুবিধা এবং ব্যবহার


Coaxial Cable
Coaxial Cable 

আমাদের সবার বাসায় নিশ্চয়ই ক্যাবল টিভি বা ডিশ টিভির লাইন রয়েছে। যে তার দিয়ে এই ক্যাবল টিভি বা ডিশ টিভির সংযোগ দেয়া হয় সেটিই হলো কো-এক্সিয়াল ক্যাবল। 
কো-এক্সিয়াল হলো এমন এক ধরনের ক্যাবল যার কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড (Solid) কপার তার এবং তারটিকে ঘিরে জড়ানো থাকে অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনস্যুলেশন (Insulation)। ইনস্যুলেশন ফোমের চারপাশ জাল বা নেট আকৃতির তার (metalic shield) দ্বারা সাজানো থাকে এবং বাইরে প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকা থাকে। মেটালিক শিল্ডটি তড়িৎ-চুম্বকীয় বাধা থেকে ডেটা সিগন্যালকে রক্ষা করে থাকে। যেহেতু উভয় তারের অক্ষ একই থাকে একারণে এ ক্যাবলকে কো-এক্সিয়াল ক্যাবল নামে আখ্যায়িত করা হয়। 

এ ক্যাবল ব্যবহার করে এক কি.মি. পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। তবে ডেটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কো-এক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট ২০০  Mbps পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম।

কো-এক্সিয়াল ক্যাবল দু'প্রকার। যথা থিননেট (Thinnet) এবং থিকনেট (Thicknet)

ক. থিননেট (Thinnet) : এ ক্যাবলের ব্যাস ০.২৫ ইঞ্চি এবং রিপিটার ছাড়া ১৮৫ মিটার পর্যন্ত দূরত্বে ডেটা পাঠাতে পারে। একে 10 base 2 বলা হয়। এখানে ১০ হলো ব্যান্ডউইথ (10 Mbps) এবং ক্যাবলের দৈর্ঘ্য (২০০ মিটার)। 

খ. থিকনেট (Thicknet) : রিপিটার ছাড়া ৫০০ মিটার পর্যন্ত দূরত্বে ডেটা ট্রান্সফার করতে পারে। একে 10 base 5 বলা হয়। এক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 100 Mbps হতে 2 Gbps পর্যন্ত হতে পারে। 

কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা 

১. ইউটিপি বা এসটিপি ক্যাবলের তুলনায় সিগন্যাল এটিনুয়েশনের  পরিমাণ কম।
২. ডেটা স্থানান্তর গতি বেশি হয়।
৩. ৫০০ MHz ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল ও অ্যানালগ ডেটা পাঠানো যায়। 
৪. টুইস্টেড পেয়ার ক্যাবলের চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায় এবং সিগন্যাল এটিনুয়েশনের পরিমাণ কম।
৫. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়।
৬.  ক্যাবল TV নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়। 
৭. ফাইবার অপটিক ক্যাবলের তুলনায় দামে অনেক সস্তা। 

কো-এক্সিয়াল ক্যাবলের অসুবিধা 

১. ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তাদের দৈর্ঘ্যের উপর। 
২. রিপিটার ছাড়া 1 KM বেশি দূরত্বে ডেটা পাঠানো যায়না।
৩. এই ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন।
৪. এই ক্যাবল টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে ব্যয়বহুল। 

কো-এক্সিয়াল ক্যাবলের ব্যবহার 

১. স্যাটেলাইট টিভির ক্ষেত্রে ডিশ এন্টেনা থেকে টেলিভিশন সেটে কানেকশন দিতে।
২. বিভিন্ন ভিডিও এডিটিং ফার্মে ভিডিও ডেটা ট্রান্সফারের নেটওয়ার্ক (ল্যান) তৈরিতে। 
৩. রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের রেডিও ট্রান্সমিটার ও রিসিভারকে রেডিও অ্যান্টেনার সাথে যুক্ত করতে। 
৪. বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট এবং আল্ট্রা সাউন্ড স্ক্যানিং ইকুইপমেন্টে।

Post a Comment

0 Comments