Ticker

7/recent/ticker-posts

Bandwidth | ব্যান্ডউইথ পর্যালোচনা | ব্যান্ডউইথ একক হিসাব

Bandwidth
Bandwidth 

নির্দিষ্ট একটা সময়ে চ্যানেল দিয়ে যেই পরিমাণ ডেটা অপসারিত হয় তাহার পরিমানকে ব্যান্ডউইথ হিসেবে সীমা করা হয়। একে ডেটা ট্রান্সমিশন গতি হিসেবেও সূচিত করা হয়ে থাকে।

ডেটা ট্রান্সমিশন গতি বা স্পিড-এর একককে bps (bit per second)- এ হিসাব করা হয়। অর্থাৎ, প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ডেটা বিট অপসারিত হয় তার পরিমানকে bps বলে। নির্দিষ্ট পরিমাণ বিপিএস যখন ডেটা ট্রান্সমিশন এর গতির একক হিসেবে সূচিত হয়, তখন সেটিকে Band বা Bandwidth বলা হয়।

বিভিন্ন মাধ্যমে ডেটা অপসারনের গতিকে ব্যান্ডউইথ বলা হলেও, এই শব্দটা আসলে বিভিন্ন ধরনের ইন্টারনেট সেবার গতি বুঝাতে এখন বিস্তৃতভাবে ব্যাবহার হয়। উচ্চ ব্যান্ডউইথ হলে প্রতি সেকেন্ডে চ্যানেলের মধ্যে বেশী পরিমাণ ডেটা দ্বীপান্তরিত হয়। এর ফলে দ্রুতগতির সেবা পাওয়া যায়। যেমন - ছবি অথবা ভিডিও এর মতো বেশী পরিমানের ডেটা এক্ষেত্রে তুলনামূলক ভাবে কম সময়ে ডাউনলোড হবে। আর ব্যান্ডউইথ স্বল্প হলে চ্যানেলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে পরিবাহিত ডেটার পরিমান স্বল্প হবে। এর ফলে ছবি অথবা ভিডিও এর মতো বেশী পরিমানের ডেটাগুলো আসতে সময় লাগবে এবং অনেক ক্ষেত্রে তা নাও আসতে পারে। 

পড়ুনঃ মডুলেশন কি

ডায়াল-আপ ইন্টারনেট সেবা হলো স্বল্প-ব্যান্ডউইথ সংযোগ। উদাহরণ - ক্যাবল, ডিএসএল এবং স্যাটেলাইট ইন্টারনেট সেবা হলো উচ্চ-ব্যান্ডউইথ সংযোগ। অনেক DSL সেবা প্রোভাইডাররা উচ্চ ব্যান্ডউইথ যেমন ৭৬৮ কেবিপিএস বা তার চেয়েও বেশী প্রস্তাব করে। ক্যাবল ইন্টারনেট সেবা শুরু হয় এমবিপিএস দিয়ে এবং ৩০ এমবিপিএস  পর্যন্ত গতি দিয়ে থাকে। উচ্চ ব্যান্ডউইথ ইন্টারনেট সংযোগ থাকলে অনেক বেশী ডেটা দ্রুতসময়ে ডাউনলোড ও আপলোড করা যায়, ইন্টারনেটে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখা যায় এবং অডিও শোনা যায়। 

ব্যান্ডউইথ একক হিসাব (Units of Bandwidth Measurement)

প্রতি সেকেন্ডে বিট ডেটা স্থানান্তরিত হওয়ার হারকে BPS বলে। তথ্যের লঘিষ্ঠতম একক হলো বিট (Bit)। Bit এর সম্পূর্ণ নাম Binary Digit। এক বিট সমান বাইনারি তথ্য 0 বা 1।  বিটে এক বাইট (Byte) সমান এক ক্যারেক্টর। 

  • bps অর্থ হলো bit per second (1  বিট = 1 বা 0)
  • kbps হলো kilobits per second (1024 বিটে = 1 কিলোবিট) 
  • Mbps হলো megabits per second (1024 কিলোবিট = 1 মেগাবিট) 
  • Gbps হলো gigabits per second (1024 মেগাবিট = 1 গিগাবিট) 
  • Tbps হলো terabits per second (1024 গিগাবিট = 1 টেরাবিট)
  • Pbps হলো Petabit per second (1024 টেরাবিট = 1 পেটাবিট)

Post a Comment

0 Comments