Ticker

7/recent/ticker-posts

চলুন জেনে নেই মাদারীপুরের পূর্বেকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য

১৯২৯-১৯৭২ সাল পর্যন্ত মাদারীপুর মহকুমার প্রশাসকদের তালিকা

১) জনাব এস.কে গুপ্ত আইসিএস
কার্যকাল : এপ্রিল ১৯২৮ — জুন ১৯২৯

২) জনাব সি.বি সিজ আইসিএস
কার্যকাল : জুলাই ১৯২৯ — নভেম্বর ১৯২৯

৩) জনাব ই.বি.এইচ বাকের আইসিএস
কার্যকাল : ফেব্রুয়ারী ১৯২৯ — জানুয়ারি ১৯৩১

৪) জনাব এ. ডাবলু খান আইসিএস
কার্যকাল : ফেব্রুয়ারি ১৯৩১ — এপ্রিল ১৯৩১

৫) জনাব সি.এ আলী বিসিএস 
কার্যকাল : মে ১৯৩২ — জানুয়ারি ১৯৩৪

৬) জনাব জে.সি রায় বিসিএস 
কার্যকাল : ফেব্রুয়ারি ১৯৩৪ — ফেব্রুয়ারি ১৯৩৫

৭) জনাব এস.কে দে আইসিএস
কার্যকাল : মার্চ ১৯৩৫ — জুন ১৯৩৬

৮) জনাব  ডাব্লু. এইচ.এস স্মিথ আইসিএস
কার্যকাল : জুলাই ১৯৩৬ — অক্টোবর ১৯৩৭

৯) জনাব এস.কে ঘোষ আইসিএস
কার্যকাল : নভেম্বর ১৯৩৭ — মার্চ ১৯৩৯

১০) জনাব ইউ.কে ঘোষাল আইসিএস
কার্যকাল : এপ্রিল ১৯৩৮ — জুন ১৯৪০

১১) জনাব আলী আসগর আইসিএস
কার্যকাল : জুলাই ১৯৪০ — আগস্ট ১৯৪১

১২) জনাব সেরাজুল করিম বিসিএস 
কার্যকাল : সেপ্টেম্বর ১৯৪১ — সেপ্টেম্বর ১৯৪৩

১৩) জনাব আই.এ খান আইসিএস 
কার্যকাল : অক্টোবর ১৯৪৩ — সেপ্টেম্বর ১৯৪৪

১৪) জনাব ডাব্লু. কাদরী আইসিএস 
কার্যকাল : অক্টোবর ১৯৪৪ — ফেব্রুয়ারি ১৯৪৫

১৫) জনাব এ. খান আইসিএস 
কার্যকাল : মার্চ ১৯৪৫ — আগস্ট ১৯৪৫

১৬) জনাব এস.এইচ চৌধুরী বিসিএস 
কার্যকাল : সেপ্টেম্বর ১৯৪৫ — মে ১৯৪৭

১৭) জনাব এম. এ তাহের ইপিসিএস
কার্যকাল : ১৩ মে ১৯৪৭ — ২৮ আগস্ট ১৯৪৭

১৮) জনাব মোঃ মহিউদ্দিন ইপিসিএস
কার্যকাল : ২৮ আগস্ট ১৯৪৭ — ২১ নভেম্বর ১৯৪৮

১৯) জনাব এম. এইচ রহমান ইপিসিএস 
কার্যকাল : ২১ নভেম্বর ১৯৪৮ — ১৭ সেপ্টেম্বর ১৯৫০

২০) জনাব এম. মজিরউদ্দিন ইপিসিএস 
কার্যকাল : ১৮ সেপ্টেম্বর ১৯৫০ — ২২ অক্টোবর ১৯৫১

২১) জনাব কে.এম আলী ইপিসিএস
কার্যকাল : ২২ অক্টোবর ১৯৫১ — ২৬ ডিসেম্বর ১৯৫৪

২২) জনাব এস. এস. মুজতবা ইপিসিএস 
কার্যকাল : ০৮ জানুয়ারি ১৯৫৫ — ১৪ ডিসেম্বর ১৯৫৬

২৩) জনাব এম. এম. হক সিএসপি 
কার্যকাল : ১৪ ডিসেম্বর ১৯৫৬ — ৩০ জানুয়ারি ১৯৫৮

২৪) জনাব মোঃ চাঁদ মিয়া ইপিসিএস 
কার্যকাল : ৩০ জানুয়ারি ১৯৫৮ — ১৪ জানুয়ারি ১৯৫৯

২৫) জনাব এম.বি আলম ইপিসিএস 
কার্যকাল : ১৪ জানুয়ারি ১৯৫৯ — ০২ এপ্রিল ১৯৬০

২৬) জনাব এস. এন. এইচ মির্জা ইপিসিএস 
কার্যকাল : ১৯ এপ্রিল ১৯৬০ — ২৭ আগস্ট ১৯৬০

২৭) জনাব এম. ইসলাম সিএসপি
কার্যকাল : ২৭ আগস্ট ১৯৬০ — ২২ অক্টোবর ১৯৬১

২৮) জনাব এ.এফ.এম. ইয়াহিয়া সিএসপি
কার্যকাল : ২২ অক্টোবর ১৯৬১ — ১১ আগস্ট ১৯৬২

২৯) জনাব মাহবুব উদ্দিন আহমেদ সিএসপি 
কার্যকাল : ১২ অক্টোবর ১৯৬২ — ০৬ জানুয়ারি ১৯৬৪

৩০) জনাব এম.ই হোসাইন ইপিসিপি
কার্যকাল : ০৭ জানুয়ারি ১৯৬৪ — ১৩ জুন ১৯৬৬

৩১) জনব এ.কে.এম হাফিজুর রহমান সিএসপি 
কার্যকাল : ১৪ জুন ১৯৬৬ — ১০ সেপ্টেম্বর ১৯৬৬

৩২) জনাব এম.এ দাস ইপিসিএস
কার্যকাল : ১১ সেপ্টেম্বর ১৯৬৬ — ৩১ অক্টোবর ১৯৬৬

৩৩) জনাব মোহাম্মদ আলী সিএসপি 
কার্যকাল : ০১ নভেম্বর ১৯৬৬ — ১৭ অক্টোবর ১৯৬৭

৩৪) জনাব এম. এম হাফিজ সিএসপি 
কার্যকাল : ১৮ অক্টোবর ১৯৬৭ — ১৫ মে ১৯৬৮

৩৫) জনাব এম জুবাইর কিদুয়াই সিএসপি 
কার্যকাল : ০৫ জুন ১৯৬৮ — ১৬ জানুয়ারি ১৯৬৯

৩৬) জনাব আবদুল্লাহ হারুন পাশা সিএসপি 
কার্যকাল : ১৮ মার্চ ১৯৬৯ — ০৮ এপ্রিল ১৯৭০

৩৭) জনাব সৈয়দ রেজাউল হায়াৎ সিএসপি 
কার্যকাল : ০৮ এপ্রিল ১৯৭০ — ২৯ এপ্রিল ১৯৭১

৩৮) জনাব এম এ মতিন
কার্যকাল : ১৬ মে ১৯৭১ — ২৬ ডিসেম্বর ১৯৭১

৩৯) জনাব কে.সি সিকদার 
কার্যকাল : ২৬ ডিসেম্বর ১৯৭১ — ১৫ ডিসেম্বর ১৯৭২

৪০) জনাব দেলোয়ার হোসেন চৌধুরী 
কার্যকাল : ১৬ ফেব্রুয়ারি ১৯৭২ — ০৬ সেপ্টেম্বর ১৯৭২

উক্ত তালিকায় ১৯২৮ সাল থেকে মহকুমা প্রশাসকদের নাম রয়েছে। তৎপূর্বের মাদারীপুরের কয়েকজন মহকুমা প্রশাসকদের নাম নিম্নে উদ্ধৃত হলো।

১. গৌরদাস বসাক (১৯৫৪), ২. জে. এ রিকেট (১৮৫৭), ৩. ই.বি গডফ্রে ৪. দীনবন্ধু মৌলিক (১৮৬৬), ৫. তারকনাথ মল্লিক ৬. তোজেম্বল আলী, ৭. মি. পচফোর্ড (১৮৭৫), ৮. মিঃ এ.যে ফ্রেজার (১৮৭৭-১৮৭৮), ৯. নবীনচন্দ্র সেন (১৮৭৯-১৮৮০), ১০. মিঃ গডফ্রে (১৮৮২), ১১. কে. জে বাদশা,  ১২. দ্বারকানাথ রায় (১৮৮৬), ১৩. উমেশচন্দ্র বটব্যাল (১৮৮৯), ১৪. মৌলভী ফজল করিম (১৮৮৯), ১৫. সূর্য্যকুমার অগস্তি (১৮৯০), ১৬. রাজমোহন চক্রবর্তী (১৮৯১), ১৭. গঙ্গাচরণ রায় (১৯০১), ১৮. মৌলভী আবদুল করিম (১৯০২)।৩১

১৯৬১, ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মাদারীপুর জেলার জনসংখ্যা নিম্নরূপ :

১৯৬১ সালের আদমশুমারি — ৬,৫৪,১২৬ জন
১৯৭৪ সালের আদমশুমারি — ৮,০৭,৪০৪ জন
১৯৮১ সালের আদমশুমারি — ৯,৪৩,১২৬ জন
১৯৯১ সালের আদমশুমারি —১০,৬৯,১৭৬ জন
২০০১ সালের আদমশুমারি —১১,২৯,৯৪০ জন
২০১১ সালের আদমশুমারি —১২,১২,১৯৮ জন 

তথ্যসূত্র : “মুক্তিযুদ্ধে মাদারীপুর”, লেখক—বেনজীর আহম্মদ টিপু, সার্বিক সাহিত্য প্রকাশনী, প্রথম প্রকাশ—আগস্ট ২০১৪, পৃষ্ঠা—(৪০, ৪১, ৪২, ৪৩)

Post a Comment

0 Comments