০১. আদমশুমারী কী?
উত্তর : নির্দিষ্ট সময় (বছর) অন্তর অন্তর লোক গণনা।
০২. বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় কত সালে?
উত্তর : ১৯৪৭ সালে।
০৩. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.৩৭%।
০৪. জনসংখ্যা পরিবর্তনের মুখ্য নিয়ামক কোনটি?
উত্তর : প্রজননশীলতা।
০৫. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর : ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন।
০৬. 'An Essay on the Principle of population' গ্রন্থের লেখক কে?
উত্তর : 'An Essay on the Principle of population' গ্রন্থের লেখক ম্যালথাস।
০৭. প্রজননশীলতা কী?
উত্তর : প্রজননশীলতা হলো বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া।
০৮. "The passion between sexes in necessary" উক্তিটি কার?
উত্তর : ম্যালথাসের।
০৯. এথনিক গোষ্ঠী কাকে বলে?
উত্তর : এথনিক গোষ্ঠী বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি সহ বৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠী হিসেবে বাস করে।
১০. সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর : উত্তরাঞ্চলে।
১১. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তর : চাকমা।
১২. CDR কী?
উত্তর : অপরিশোধিত মৃত্যুর হার (Crude Death Rate) হলো প্রদত্ত ভৌগোলিক এলাকার জনসংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট বছরে, প্রতি বছরে মৃত্যুর সংখ্যা। যা প্রতি ১,০০০ জনসংখ্যার মাঝামাঝি সময়ে আনুমানিক বছরে মৃত্যুর সংখ্যা নির্দেশ করে।
১৩. CDR এর পূর্ণরূপ কী?
উত্তর : CDR এর পূর্ণরূপ হলো Crude Death Rate.
১৪. গারো সমাজ মাতৃতান্ত্রিক নাকি পিতৃতান্ত্রিক?
উত্তর : মাতৃতান্ত্রিক।
১৫. অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার?
উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর ২ প্রকার।
0 Comments
•Do Not Share Any Link.
Thank You•