Ticker

7/recent/ticker-posts

বাংলাদেশের সমাজের সামাজিক পটভূমির আলোকে প্রশ্নোত্তর| Sociology of Bangladesh



০১. সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : August Comte (আগাস্ট কোঁৎ)।


০২. Sociology শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর : সমাজবিজ্ঞানী আগাস্ট কোঁৎ sociology শব্দটি প্রথম ব্যবহার করেন।


০৩. 'Discovery of Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : ড. আকবর আলী খান।


০৪. Ecology' এর বাংলা প্রতিশব্দ কী?

উত্তর : প্রতিবেশ বিজ্ঞান। 


০৫. 'Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : ড. এ, কে নাজমুল করিম।


০৬. জনসংখ্যা কাঠামো কী?

উত্তর : জনসংখ্যার কাঠামো হচ্ছে এমন একটি জনমিতিক কাঠামো যা বিভিন্ন জনমিতিক হারের এটি পৃথক অর্থপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে। 


০৭. "Labelling Model" এর প্রবক্তা কে?

উত্তর : Howard Saul Becker's.


০৮. সর্বপ্রানবাদ মতবাদের জনক কে?

উত্তর : Marett.


০৯. বস্তি কি?

উত্তর : দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী ব্যক্তিদের আবাস স্থল।


১০. 'Political Elites in Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'Political Elites in Bangladesh' গ্রন্থটির রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।


আরও পড়ুন→  হ্যান্ড জিওমেট্রি কী


১১. সাঁওতাল সমাজে কতো ধরনের বিবাহ প্রথা প্রচলিত আছে?

উত্তর : তিন ধরনের। 


১২. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। 


১৩. ভারতীয় প্রথম মহাবিদ্রোহ কোনটি?

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ। 


১৪. মুসলিম লীগ কতো সালে গঠিত হয়?

উত্তর : ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর। 


১৫. আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কত সালে?

উত্তর : ১৯৬৮ সালের ৩ জানুয়ারি। 


১৬. ঔপনিবেশিকতা বলতে কি বোঝ?

উত্তর : ঔপনিবেশিকতা হলো কোন বিদেশি  জনসাধারণের উপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠা এবং তা বজায় রাখার ব্যবস্থা। 


১৭. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তর : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় মার্চ।


১৮. Ancient Society গ্রন্থের লেখক কে?

উত্তর : নৃ-বিজ্ঞানী মর্গান। 


১৯. আমলতন্ত্রের জনক কে?

উত্তর : আমলতন্ত্রের জনক জার্মানি সমাজবিজ্ঞানী Max Weber.


২০. 'Urbanism' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর : 'Urbanism' প্রত্যয়টি প্রথম Louis Writh ব্যবহার করেন।


আরও পড়ুন→ মডুলেশন কী

Post a Comment

0 Comments